খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ টুর্নামেন্ট সেরার পথে ..
ক্যাপ্টেন্স নক একেই বলে। বাঁচা-মরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠে খুলনা টাইটান্সকে বিপিএলের প্লে অফ বা শেষ চারে তুলে নিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ঠিক ৫০ রান করেছেন মাহমুদ উল্লাহ।
তার বীরত্বেই ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ১৫৯ রানের চ্যালেঞ্জ জয় করে ৬ উইকেটে জিতেছে খুলনা। হয়েছে প্লে অফের দ্বিতীয় অবস্থান পাওয়া দল। ঢাকার পরই। তাতে ফাইনালে উঠতে দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে তাদের। অথচ রবিবারের এই ম্যাচ হারলেই খুলনা বাদ হয়ে যেত। রংপুর রাইডার্স উঠে যেত প্লে অফে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে তা হতে দেননি মাহমুদ উল্লাহ।
টস হেরে আগে ব্যাট করে ঢাকা করে ১৫৮ রান। জবাবে খুলনায় শুরু করে উড়ন্ত। হাসানুজ্জামান ১৯ বলে ৩টি করে চার ও ছয় মেরে ৪০ রান করে পথ দেখান। সেখানে পরে দলপতি মাহমুদউল্লাহ এবারের আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরি করে আউট হলে খুলনার জয় নিয়ে সব শঙ্কা কেটে যায়। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, এটাকে ফাইনাল মনে করে খেলছিলাম। প্লে-অফ পর্বে খেলতে জয়ের বিকল্প ছিল না আমাদের।
খুলনার এবারের এমন সাফল্যে বড় অবদান মাহমদুউল্লাহর। ১২ ম্যাচে মাত্র দুটি অর্ধশতক পেলেও তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন এ ব্যাটসম্যান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ ম্যাচে এ অলরাউন্ডারের সংগ্রহ ৩৬৯ রান।
বিপিএলের চতুর্থ আসরে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে মাহমুদউল্লাহর আগে রয়েছেন কেবল তামিম ইকবাল। চিটাগং ভাইকিংসের এ অধিনায়ক ১২ ম্যাচে পাঁচটি অর্ধশতকে করেছেন ৪২৫ রান।
বল হাতেও বিপিএলে দুর্দান্ত নৈপুন্য দেখাচ্ছেন মাহমুদউল্লাহ। ১২ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। বল হাতে শেষ ওভারে চমক দেখিয়ে দলকে দুটি জয় উপহার দিয়েছেন। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে টুর্নামেন্ট সেরার পথেই হাটছেন মাহমুদউল্লাহ!
৬ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন