মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুলনার ‘গ্রিল হাউজে’ ডিনার করেন ফরহাদ মজহার, দাবি র‌্যাবের

কবি ও কলামিস্ট ফরহাদ মজহার সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে খুলনার নিউ মার্কেট এলাকার ‘গ্রিল হাউজে’ ডিনার করেছেন। গ্রিল হাউজের মালিক ও স্টাফদের বরাত দিয়ে এ দাবি করেছে র‌্যাব- ৬ ।

র‌্যাব ৬ -এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, ফরহাদ মজহারের মোবাইল ট্র্যাকিং থেকে জানা যায়, তিনি গ্রিল হাউজ এলাকায় রয়েছেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে গ্রিল হাউজে অভিযান চালায় র‌্যাব ৬। সেখানে তল্লাশির এক পর্যায়ে গ্রিল হাউজের মালিক ও স্টাফদের ফরহাদ মজহারের ছবি দেখানো হয়। তখন তারা সেখানে ফরহাদ মজহারের ডিনার করার বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব কমান্ডার জানান, রাত সোয়া ১০টা পর্যন্ত গ্রিল হাউজেই তাদের অবস্থান ও অভিযান চলছিল। একই সঙ্গে মোবাইল ট্র্যাকিং -এর মাধ্যমে ফরহাদ মজহারের পরবর্তী অবস্থান জানার চেষ্টা চলছিল।

গ্রিল হাউজের মালিক আব্দুল মান্নান জানান, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ফরহাদ মজহার একাই গ্রিল হাউজে আসেন। তিনি সেখানে রাতের খাবার খান। তিনি সাদা ভাত, ডাল ও সবজি খেয়ে ১৭০ টাকা বিল পরিশোধ করেছেন। এ সময় তিনি পরনে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি ও মাথায় সাদা কাপড় বাঁধা অবস্থায় ছিলেন।

গ্রিল হাউজের স্টাফ রেজাউল করিম জানান, গ্রিল হাউজে অবস্থানকালে ফরহাদ মজহারকে ঘুম ঘুম অবস্থায় দেখা গেছে। শারীরিকভাবে তিনি দুর্বল ছিলেন।।

গ্রিল হাউজের ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা জানান, ফরহাদ মজহার রাতের খাবার শেষে ১৭০ টাকা বিল পরিশোধ করেন। এ সময় তার সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি।

এদিকে কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনা মহানগরীর শিববাড়ী এলাকায় অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব- ৬। রাত সোয়া ৯টা পর্যন্ত তাকে উদ্ধার বা সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি। র‌্যাব-৬ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,ফরহাদ মজহার সোমবার ভোরে রাজধানী ঢাকার শ্যামলী থেকে নিখোঁজ হন। হক গার্ডেনের বাসা থেকে ভোর ৫টা ৬ মিনিটের দিকে তিনি নিজেই বের হন। এরপর আর বাসায় ফেরেননি। তার মোবাইলটিও বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৬টার দিকে তার মোবাইল থেকে কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

র‌্যাব পরিচালক জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফরহাদ মজহারের মোবাইলটি ট্র্যাকিং শুরু করে র‌্যাব সদস্যরা । ট্র্যাকিংয়ে পর্যায়ক্রমে ওই মোবাইল নম্বরটির অবস্থান ঢাকার মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা এবং খুলনায় শনাক্ত হয়।

ফরহাদ মজহারের খোঁজে সন্ধ্যা ৬টা থেকে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানকালে সন্দেহজনক ভবন, স্থান এবং গাড়ি তল্লাশি করা হয়। অ্যাপ্রোচ রোডের ইব্রাহিম মিয়া সড়কের কয়েকটি বাড়িতেও তল্লাশি করা হয়। রাত সোয়া ৯টায়ও অভিযান চলছিল। এ সময় পর্যন্ত ফরহাদ মজহারের কোনও সন্ধ্যান মেলেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে