খুলনার প্রথম যুদ্ধে প্রতিপক্ষ রংপুর
প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটানস এবং রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিটে। গত আসরে খুলনা থেকে কোনো দল ছিল না। এবার রিয়াদকে অধিনায়ক করে দল সাজিয়েছে তারা।
এছাড়া দলে আছে ওয়েস্ট ইন্ডিজের লিন্ডল সিমন্স এবং কেভিন কুপার। ঘরোয়া ক্রিকেটের হার্ডহিটার বলে পরিচিত আরিফুল হক, হাসানুজ্জামানের সঙ্গে থাকছেন গতবারের নায়ক অলক কাপালি। দলটি এবার কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে দীর্ঘদিন বাংলাদেশে কাজ করা স্টুয়ার্ট ল’কে। ল গতকাল মিরপুরে অনুশীলনের সময় দল নয়, একটা পরিবার হিসেবে মাঠে নামার কথা জানিয়েছেন, ‘আমি এই দলটাকে বড় একটি পরিবারে রূপান্তরিত করতে চাই।
শুরুতে এভাবে দায়িত্ব নিলে পরিণামে সেটা সাহায্য করে।’ খুলনার ঘরের ছেলে সৌম্য এবার খেলবেন রংপুরে। মারমার-কাটকাট স্বভাবকে তিনি এই আসরে নিয়ে আসতে চান। গতকাল বলেছেন, ‘প্রথম ম্যাচে আমার দল জয়ের জন্যই মাঠে নামবে।’ ‘আমরা জানি প্রথম ম্যাচে জিতলে আমাদের পরবর্তী কাজটা সহজ হয়ে যাবে। বেশ ভালো একটা দল পেয়েছি আমরা। আশা করি সবদলকে চ্যালেঞ্জ জানাতে পারবো।’ বলেন সৌম্য।
রংপুর তাকিয়ে থাকবে ইনফর্ম ব্যাটসম্যান বাবর আজম, নাসির জামশেদের দিকে। সঙ্গে আছেন আরেক ‘মহাতারকা’ শহীদ আফ্রিদি। রংপুরের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের হঠাৎ ডাক পাওয়া মোহাম্মদ মিঠুন। তার জন্য নিজেকে প্রমাণ কারার উপযুক্ত মঞ্চ হতে পারে বিপিএল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন