খুলনার বাঁচা মরার ম্যাচে প্রতিপক্ষ সাকিবের ঢাকা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের পয়েন্ট টেবিলের অবস্থান যেনো এক মরিচীকা। ঢাকা ডায়নামাইটস প্লে অফে খেলছে এটা নিশ্চিত। বাকি ৩ জায়গার জন্যে লড়াইয়ে থাকছে ৪ ফ্রাঞ্চাইজি। বরিশাল রংপুরের সাথে হেরে যাওয়ায় সব দলেরই প্লে অফে খেলার যে গাণিতিক সমীকরণ ছিলো তা ভেস্তে গেছে। তবে লড়াইটা আছে এখনো। মাঠের খেলায় তো রান রেট আর আর জয় পরাজয়ের হিসাব থাকবেই, মাঠের বাইরেও রাজশাহী আর চিটাগং চেয়ে থাকবে কোন ম্যাচে কী ফল হচ্ছে তার দিকে।
এই অবস্থায় আজ দিনের ২য় ম্যাচে মুখোমুখি হচ্ছে নির্ভার ঢাকা ডায়নামাইটস আর খুলনা টাইটান্স, রান রেটের ব্যবধানে সমান ১২ পয়েন্ট নিয়ে রাজশাহী, রংপুর আর চিটাগং-এর পেছনে পড়ে ৫ম এ তাদের অবস্থান।
ঢাকা প্লে অফে রোড টু ফাইনাল খেলছে নিশ্চিত। কিন্তু খুলনার সামনে জটিল সমীকরণ। জিতলেই শেষ চার নিশ্চিত, কিন্তু, হারলে রান রেইটের খাড়ায় পড়ে মাহমুদুল্লাহর দলকে হয়ত ছিটকে পড়তে হতে পারে। সব খেলা শেষ করা রাজশাহী আর চিটাগং-এর চেয়ে রান রেইটে বেশ পিছিয়ে আছে খুলনা। ঢাকার বিপক্ষে তাই জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে। রংপুরের সমান ১২ পয়েন্ট হলেও তাদের হাতেও আছে এক ম্যাচ, সেই ম্যাচ জিতলে রংপুরের পয়েন্ট হবে ১৪।
ফর্মের বিচারে মেহেদি মারুফ, এভিন লুইস, মোসাদ্দেক, নাসির, সাংগাকারার মতো এক ঝাঁক ইনফর্ম ব্যাটসম্যানের ঢাকা এগিয়ে আছে বেশ। বল হাতে দুর্দান্ত করছেন সিলেটের তরুণ আবু জায়েদ রাহি। সাকিব, সানজামুলও আছেন ভালো ফর্মে। নির্ভার ম্যাচে সোহরাওয়ার্দি শুভ, তানভীর হায়দারকে বাজিয়ে দেখতে পারে ঢাকা। তাতেও বোলিং আক্রমণের ধারের খুব একটা হেরফের হবে না।
খুলনার ব্যাটিং বিভাগ খুব ধারাবাহিক নয়। চাপটা মাহমুদুল্লাহ, নিকোলাস পুরানের ওপর দিয়েই বেশি যাচ্ছে। দলে আব্দুল মজিদ, তাইবুর রহমান, অলক কাপালি, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচারের মতো দারুণ ব্যাটসম্যান আছেন। সময়মতো জ্বলে উঠতে পারলে কালই শেষ চার নিশ্চিত করে ফেলতে পারে খুলনা। বোলিং এর ওপরে ভর করেই এতদূর এসেছে খুলনা। শফিউল, জুনায়েদ, মোশাররফ, কুপারের বোলিং টি-২০ ক্রিকেটের জন্যে বেশ কার্যকর। মাহমুদুল্লাহ’র অফ স্পিনের যাদুতে ২ ম্যাচ হারতে হারতে জিতে গেছে খুলনা।
নির্ভার ঢাকার সামনে চাপে থাকা খুলনার পারফরম্যান্স কী রকম হয়, তাঁর ওপরেই নির্ভর করেছে শেষ চারে রূপসা পারের এই ফ্রাঞ্চাইজি যাচ্ছে কি না।
সম্ভব্য একাদশ-
*** ঢাকা ডায়নামাইটস–
এভিন লুইস, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন , সাকিব আল হাসান, নাসির হোসেন, আন্দ্রে রাসেল, ডুয়েন ব্রাভো, সেকুগে প্রসন্ন, আলাউদ্দিন বাবু, আবু জায়েদ রাহি, এবং সাঞ্জামুল ইসলাম।
*** খুলনা টাইটান্সঃ
রিকি ওয়েসেলস, শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইবুর রহমান, নিকোলাস, হওয়েল, অলক কাপালি, জুনায়েদ খান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন এবং আরিফুল হক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন