খুলনায় ছাত্রদলের ৬ নেতা বরখাস্ত
খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে নগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এম এ কাফি সখাসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার নগর বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাকি বহিষ্কৃতরা হলো, মিজানুর রহমান বাবু, তোয়াজ, মোল্লা সোহেল, হেলাল ও বেলাল।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। সভায় আরো উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, অ্যাড. বজলুর রহমান, বরি মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ ইকবাল হোসেন, স ম আব্দুর রহমান, ফখরুল আলম প্রমুখ।
সভায় বলা হয়, গত ৩ মে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কতিপয় ছাত্রদল কর্মীর প্রবেশ, বিএনপি কার্যালয়ের কম্পিউটার অপারেটর মো. এহিয়াকে লাঞ্ছিত করা, মহানগর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক শেখ সাদীর কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেয়া ও অকথ্য ভাষায় খুলনা মহানগর বিএনপির নাম ধরে গালিগালাজ করা হয়েছে।
যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। ফলে সন্ত্রাসী হামলায় বহিষ্কৃত ও তাদের সঙ্গীদের রাজনৈতিক এবং সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন