খুলনায় ফের সড়ক-রেলপথ অবরোধ শ্রমিকদের
তিন দিন বিরতির পর আজ সোমবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক-রেলপথ অবরোধ শুরু করেছেন খুলনার পাটকল শ্রমিকরা। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
অবরোধের ফলে ঢাকাগামী চিত্রা ট্রেনসহ পাঁচটি যাত্রাবাহী ট্রেন ও অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এর ফলে গরমের মধ্যে দুর্ভোগে পড়েছে বিভিন্ন গন্তব্যগামী সাধারণ মানুষ।
খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসানের আশ্বাসে গত ৭ এপ্রিল দুপুর থেকে তিন দিনের জন্য রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন শ্রমিকরা।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ৪ এপ্রিল ভোর ৬টা থেকে বিক্ষোভ মিছিল, রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন শ্রমিকরা। এতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকরা অংশ নেন।
সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন জানান, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি বৃদ্ধি, বকেয়া মজুরি প্রদান, ২০ শতাংশ মহার্ঘ-ভাতাসহ পাঁচ দফা দাবিতে তাঁরা আন্দোলন করছেন। ঘোষণা অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা ছিল তাঁদের। কিন্তু তাঁদের আহ্বান সাড়া না দেওয়ায় তাঁরা পরদিন (৪ এপ্রিল) থেকে ধর্মঘট-অবরোধ শুরু করেন।
কর্মসূচির মধ্যে জেলা প্রশাসক দুই সপ্তাহ মজুরি দেওয়া এবং দাবির বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। তাঁর এ আশ্বাসের পর ৭ এপ্রিল থেকে তিন দিন রাজপথ-রেলপথ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। কিন্তু এ সময়ের মধ্যে পাট মন্ত্রণালয় আলোচনার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের।
সোহরাব হোসেন জানান, লাগাতার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির মধ্যে শ্রমিকদের জন্য রাজপথেই লঙ্গরখানার ব্যবস্থা করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, তিনি গতকাল রাতে আবারও পাট মন্ত্রণালয়ে বার্তা দিয়েছেন। রাজপথ-রেলপথ অবরোধে জনগণের চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।
আজ সকাল ৬টার দিকে শ্রমিকরা নিজ নিজ মিলগেটে সমবেত হন। পরে মিছিল করে খুলনা, খালিশপুর ও আটরা শিল্প এলাকায় রাজপথ-রেলপথ অবরোধ শুরু করেন। শ্রমিকরা কাঠের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। একই কর্মসূচি চলছে যশোরের নওয়াপাড়া রাজঘাট এলাকায়।
ঐক্য পরিষদের সভাপতি সোহরাব হোসেনের নেতৃত্বে সড়কের ওপর শামিয়ানা টানিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। এখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহ আলম, দীন মোহাম্মদ, জাকির হোসেন ও আকবার আলী।
আজকের কর্মসূচিতে শ্রমিকরা ছেঁড়া গেঞ্জি, শার্ট ও পাঞ্জাবি পরে আছেন। ‘দুনিয়ার মজদুর—এক হও, লড়াই করো’, ‘পাঁচ দফার সংগ্রাম চলছে, চলবে’, ‘শ্রমিকশ্রেণির সংগ্রাম চলছে, চলবে’, ‘ভাত-কাপড়ের সংগ্রাম চলছে, চলবে’, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মেনে নাও’ ইত্যাদি স্লোগানে ভারী হয়ে উঠেছে শিল্প এলাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন