খুলনা টাইটান্সকে বিদায় করে ফাইনালে রাজশাহী কিংস, স্যামিদের উল্লাস..
খুলনার ছুঁড়ে দেওয়া ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নিয়েছে রাজশাহী কিংস। ফলে খুলনাকে ছিটকে ফেলে ফাইনালে পৌঁছে গেল রাজশাহী।
সাব্বিরের অনবদ্য ৪৩ রানের ঝলমলে ইনিংস রাজশাকীকে ফানালে নিয়ে যেতে সহায়তা করে। একই সাথে ফ্রাংকলিনের অপরাজিত ৩০ রানের ইনিংস জয়ের ভিত্তি শক্ত করে দেয়।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হওয়া ম্যচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে তারা।
খুলনার পক্ষে শেষ অব্দি লড়ে এদিন ব্যাক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন মিডলার্ডার ব্যাটসম্যান আরিফুল হক। ২৯ বল খেলে তিনি করেছেন ৩২ রান। এই ইনিংসে ছিল ২টি চার ও ১ টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে। এছাড়া নিকোলাস পুরানও করেছেন ২২ রান।
রাজশাহীর পক্ষে ১৯ রানের বিনিময়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন স্যামিট প্যাটেল। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন উইলিয়াম, ফরহাদ রেজা, আরিফ হোসেন ও ড্যারেন স্যামি।
রাজশাহীর পক্ষে মুমিনুল ৩ রান, নুরুল হাসান ১৪ রান, আফিফ হোসেন ২৬ রান করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন