খুলনা টাইটান্সের সামনে প্রতিপক্ষ শক্তিশালি ঢাকা ডায়নামাইটস
একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬’র ২য় প্লে-অফে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্স।মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে মাঠে নামছে বিপিএল ২০১৬’র পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল।
এটি আসলে সেমি ফাইনাল ম্যাচ কারন যেই দল জিতবে তারা সরাসরি উত্তীর্ণ হবে এবারের ফাইনালে। তবে কোয়ালিফায়ার বা প্লে অফ বলা হয় কারন এই ম্যাচের পরাজিত দলের সামনে থাকছে আরেকটি সুযোগ। ১ম প্লে-অফের জয়ী দলের সাথে আরেকটি ম্যাচ খেলবে তারা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে খুলনা। বাঁচা মরার লড়াইয়ে ঢাকার বিপক্ষে জয় দিয়ে শেষ চারে জায়গা করে নেয়া খুলনা আত্মবিশ্বাসী থাকবে টি-২০ ক্রিকেটের বিস্ফোরক সব ব্যাটসম্যানে ভরা ঢাকার বিপক্ষে। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবারের বিপিএল-এর এক দুর্দান্ত পারফর্মার। ব্যাট হাতে ৩৬৯ রান করে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ২য় স্থানে। বল হাতেও প্রায় হারা ম্যাচ জিতিয়েছেন দুই বার। আব্দুল মজিদ, নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, বেনি হাওয়েল কে নিয়ে খুলনার ব্যাটিং লাইন আপ ভালো করছে।
রিয়াদই প্রায় একা বিজয়ের মশাল নিয়ে টানছেন খুলনা কে। অন্যরাও অনিয়মিতভাবে জ্বলে উঠছেন। বোলিংয়ে খুলনার শক্তি সর্বোচ্চ উইকেট শিকারি পেইসার শফিউল, চতুর জুনায়েদ খান, অভিজ্ঞ মোশাররফ হোসেন আর বৈচিত্রময় ডেলিভারি দেয়া কেভন কুপার। রিয়াদও আছেন ফর্মে। শুভাগত হোমের অফ স্পিন, তরুণ তুর্কি আব্দুল হালিমের পেইস সমীহ করার মতো।
সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ১ম কোয়ালিফায়ার নিশ্চিত করা ঢাকা ডায়নামাইটস পারফর্মারে ভরা এক দল। এভিন লুইস, মেহেদি মারুফ, নাসির, মোসাদ্দেক, সাঙ্গাকারা, বোপারা কে নিয়ে দলের ব্যাটিং লাইন আপ টি-২০ ক্রিকেটের জন্যে আদর্শ। সাথে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। মারুফ, নাসির, মোসাদ্দেক শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক। লুইস, সাঙ্গাকারা, বোপারার ব্যাট থেকেও রান এসেছে।
টুর্নামেন্ট জুড়ে কিছুটা তন্দ্রাচ্ছন্ন থাকা সাকিব আল হাসানের ব্যাট এমন বড়ো মঞ্চে ঝলসে উঠতে পারে। বোলিংয়ে ঢাকার আলাউদ্দিন বাবু, ব্রাভো, আর তরুণ তুর্কি আবু জায়েদ রাহি দারুণ করছেন। শেষ ম্যাচে বাদ পড়া ব্রাভো, আর ইনজুরি নিয়ে বাইরে চলে যাওয়া আবু জায়েদ রাহি’র খেলা নিয়ে সংশয় আছে। সানজামুল, সেকুগে প্রসন্ন, নাসির, মোসাদ্দেক আর সাকিব কে নিয়ে গড়া স্পিন বোলিং প্রতিপক্ষের জন্যে দুশ্চিন্তার। মিডিয়াম পেইস করা রবি বোপারাও বেশ পটু। বোলিং ব্যাটিং দুই বিভাগেই দারুণ ভারসাম্যপূর্ণ দল ঢাকা ডায়নামাইটস। পর্যাপ্ত বিকল্প থাকাটাও তাদের বাড়তি শক্তি।
শক্তির বিচারে ঢাকার সামনে খুলনার সুযোগ খুব বেশি নেই, যদিও শেষ ম্যাচে হেরেছে ঢাকা। তবে কাগজের হিসেব অনুযায়ী তো আর মাঠের খেলা চলে না। মাঠের খেলায় জয় পরাজয়ের নির্ধারক হচ্ছে দলীয় পারফরম্যান্স। দুর্দান্ত ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের জ্বলে ওঠার ওপরেই অনেকাংশে নির্ভর করছে শক্তিশালী ঢাকার বিপক্ষে খুলনার ফল।
আজকের সম্ভাব্য একাদশ
ঢাকা ডাইনামাইটস:
এভিন লুইস, মেহেদী মারুফ, নাসির, মোসাদ্দেক, সাকিব, ইরফান শুকুর, আন্দ্রে রাসেল, ব্রাভো, প্রসন্ন, আবু জায়েদ ও সানজামুল।
খুলনা টাইটানস
আন্দ্রে ফ্লেচার, হাসানুজ্জামান, আবদুল মজিদ, মাহমুদুল্লাহ, হাওয়েল, পুরান, শুভাগত, আরিফুল হক, জুনায়েদ খান, শফিউল ও মোশাররফ রুবেল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন