‘খুশি মনে’ বাংলাদেশে আসবেন আনসারি

ইংল্যান্ড টেস্ট দলের নতুন মুখ জাফর আনসারি ‘খুশি মনে’ বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন। ২৪ বছর বয়সী এই তরুণ বলেছেন, ‘আমাদের নিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন, তারাই এই সফরের নিরাপত্তার ব্যাপারে আমাদের নিশ্চয়তা দিয়েছেন। তাই আমি সফরটি নিয়ে ইতিবাচক।’
৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড। নিরাপত্তা পরিদর্শকরা দেশটির খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ২৬ আগস্ট নির্ধারিত সময়ে বাংলাদেশে আসার ঘোষণা দেন। সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে ইংলিশরা। প্রথম থেকে ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশে আসার কথা ছিল দলটির। কিন্তু গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলার পর বাংলাদেশ সফর নিয়ে চারদিক থেকে নানা মন্তব্য আসতে থাকে।
আনসারি এই সফরটাকে নিছক খেলা হিসেবে দেখছেন না। তিনি মনে করেন বাংলাদেশের প্রতি এটা সংহতি প্রকাশের একটা উদ্যোগ।
‘ওদের এই কঠিন সময়ে এই সফর দিয়েই বুঝিয়ে দেওয়া যায়, আমরা ওদের পাশে আছি।’
জাফর এই প্রথম টেস্টে ডাক পেলেও এর আগে ২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছেন। এছাড়া গত বছর পাকিস্তান সফরের দলেও ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে পড়ে ছিটকে যান।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাটে-বলে আলো ছড়িয়ে বাংলাদেশ সফরে জায়গা করে নেন তিনি। জাফর জাতীয় দলে ডাক পাওয়ায় তার সারে দলের সতীর্থ সাঙ্গাকারা বলছেন, ‘আনাসিরর জন্য এটা প্রাপ্য ছিল।’
ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী গ্রাজুয়েট জাফর আনসারী। হিউম্যান, সোশ্যাল, পলিটিকাল সাইন্স (HSPS) থেকে ডাবল ফার্স্টক্লাস নিয়ে স্নাতক শেষ করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন