খেলছেন না মুশফিক-মুস্তাফিজ
এশিয়া কাপকে সামনে রেখে খুলনায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাথমিক ক্যাম্পে থাকা ২৫ ক্রিকেটারের সাথে এ অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আরও তিন ক্রিকেটার।
মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য দিনের মতো এদিনও অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন ক্রিকেটাররা।
জিম্বাবুয়ে সিরিজ শেষে গত ২২ জানুয়ারি থেকে খুলনায় হাথুরেসিংহের তত্বাবধায়নে অনুশীলন করে টাইগার ক্রিকেটাররা। এবার পূর্ণাঙ্গ দল গঠনের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নিতে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।
বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্যাম্পে থাকা ক্রিকেটাররা দুই ভাগ হয়ে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। সকাল সাড়ে ১০টায় শুরু হবে প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।
তবে এ ম্যাচে খেলা হচ্ছে না ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রীয়ায় থাকা দুই ক্রিকেটার মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, মুশফিক ও মুস্তাফিজ এখন পুনর্বাসন প্রক্রীয়ায় আছেন। তারা এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। এ কারণে আজকের প্রস্তুতি ম্যাচে এ দু’জনের খেলা হচ্ছে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন