খেলার মাঠ ছেড়ে হঠাৎ কথায় আসলেন মাশারাফি”রা!
হঠাৎ করেই ট্রেনিং ছেড়ে দিয়েই চার ক্রিকেট তারকা নিজেদের শিডিউল ভেঙে ছুটে গেলেন মানবিক এক ক্যাম্পেইনে! আগামীকাল এটিএন বাংলার ‘আমরাই পারি’ অনুষ্ঠানের শেষ পর্বে দেখা যাবে বাংলাদেশের জাতীয় চার ক্রিকেট তারকা মাশরাফি, সৌম্য, জাহানারা আর সালমাকে। অনুষ্ঠানটির বিশেষ এই পর্বে এই চার তারকা উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলার এমন একটি অঞ্চলে যেখানকার অধিবাসীদের বছরের প্রায় নয় মাসই পানিবন্দী থাকতে হয়। জাতীয় দলের ট্রেনিং এর মধ্য থেকে কিছুটা সময় বের করে তারা কাজ করেছেন তালা উপজেলার একটি গ্রামের মানুষদের সাথে।
উল্লেখ্য, ‘আমরাই পারি’ মূলত বাংলাদেশের দুর্যোগ কবলিত মানুষের এক হয়ে ঘুড়ে দাঁড়ানোর শক্তিকেই তুলে ধরে। অনুষ্ঠানটি দেখার জন্য চোখ রাখুন আগামীকাল রবিবার রাত আটটায় এটিএন বাংলা’র পর্দায়।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট ক্যাপটেন মাশরাফি বলেন, ‘উদ্যোগটা একেবারেই মানবিক বলেই আমরা কিছুটা সময় বের করে ছুটে গিয়েছি। এটা একেবারে নিজের দায়িত্ববোধ থেকেই করেছি আমরা।’
বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের হিউম্যানিটারিয়ান এইড ডিপার্টমেন্ট – এর আর্থিক সহায়তায়।
‘আমরাই পারি’ অনুষ্ঠানটি প্রতি রবিবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন