খেলা চলাকালিন মাঠে হঠাৎ বেজে উঠল ফায়ার এলার্ম…তারপর …

চলছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ডুনেদিনে চতুর্থ দিনে ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে হঠাৎ বেজে উঠল ফায়ার এলার্ম। ঘোষণা এলো মাঠ খালি করে দেয়ার। আগুন লাগার সতর্ক সঙ্কেত শুনে খেলোয়াড়দের সবাই মাঠের মাঝখানে জড়ো হলেন।
ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার, ধারাভাষ্যকার, ক্যামেরা ক্রু সবাই যার যার জায়গা থেকে সরে পড়লেন। আতঙ্ক ছড়িয়ে পড়লো চারদিকে। সবাই অপেক্ষায় কী হলো জানার জন্য। কিন্তু কোথায় কী? আগুন তো দূরের কথা অল্প-স্বল্প ধোঁয়াও কোথাও দেখা গেলো না। মিনিট বিশেক পড়ে যথারীতি খেলা শুরু হলো। ব্যাট হাতে মাঠে এলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা।
আকস্মিক এই ফায়ার এলার্মের কারণ জানা না গেলেও দিনের প্রথম থেকেই নাকি মাতাল সমর্থকেরা অনেক ঝামেলা করেছেন কর্মকর্তাদের সাথে। এর জেরে ৩৫ জন সমর্থককে মাঠ থেকে বের করে দেয়া হয়। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৮ রান। হারিয়েছে ১ উইকেট। এর আগে ৩৪১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন