খেলা হবে, আশা বিসিবির
এখন পর্যন্ত যেটুকু বৃষ্টি হয়েছে তাতে মাঠের কোনো সমস্যা হবে না বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বোর্ডের ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘হালকা বৃষ্টি হয়েছে। এতে খেলায় কোনো সমস্যা হবে না।’
আজ বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝুম বৃষ্টিও নামে।
আবহাওয়ার এ পরিস্থিতির মধ্যে খেলা শুরু হতে কোনো সমস্যা হবে কি না—জানতে চাইলে লোকমান হোসেন বলেন, ‘খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করে নেওয়া যাবে।’
লোকমান হোসেন আশার কথা বললেও চিন্তা ছাড়ছে না দর্শকদের। কেননা থেমে থেমে বৃষ্টি পড়েই চলেছে। একবার তো ঝুম শিলা বৃষ্টি হয়েছে!
এদিকে আবহাওয়াবিদ আব্দুল মান্নান সকাল সাড়ে নয়টার দিকে বলেন, ‘এখন পর্যন্ত যা পূর্বাভাস তাতে সাড়ে সাতটার দিকে এক পশলা অথবা দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টিপাত শুরু হলে তা রাত ১২টা পর্যন্ত থাকতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন