খোলা চিঠিতে ওবামা কন্যাদের যা বললেন বুশ কন্যারা
বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের দুই মেয়েকে খোলা চিঠি দিয়েছেন আরেক সাবেক প্রেসিডেন্টের দুই মেয়ে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সপরিবারে হোয়াইট হাউস ছাড়ছেন ওবামা। অনেকটাই পাল্টে যাবে ওবামা পরিবারের জীবন-যাপন। ঠিক এভাবেই বদলে গিয়েছিল জর্জ বুশের পরিবারের জীবনযাত্রা।
কীভাবে এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেবেন ওবামার দুই মেয়ে সাশা এবং মালিয়া? সেই অভিজ্ঞতাই জানালেন বুশের দুই কন্যা বারবারা বুশ এবং জেনা বুশ।
চিঠিতে বুশ কন্যারা লিখেছেন, ‘তোমরা এতদিন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য হিসেবে বেড়ে উঠেছ। এবার তোমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। তোমাদের কেউ বলে দেবে না পরিবারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কী কী করা উচিত বা কী করা উচিত নয়।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘তোমাদের নিজেদেরই অনেক কিছু খেয়াল রাখতে হবে। মনে রেখো, কোনো খারাপ কাজ করলে সব সময়ই সাবেক প্রেসিডেন্টের মেয়ে হিসেবে সমালোচনা তোমাদের গায়ে লাগবে। তাতে গোটা দেশের নামই খারাপ হবে। তোমরা নিশ্চয়ই তোমাদের বাবার পরিচয় নিয়ে গর্বিত। তবে বাবার ছায়ার বাইরে বেরিয়ে এসেও দেশের জন্য ভালো কাজ করতে হবে। যাতে তোমাদের বাবাও তোমাদের নিয়ে গর্বিত হতে পারেন।’
টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই চিঠিতে বুশ কন্যারা আরও লিখেছেন, ‘তোমরা এবার কলেজে পড়তে যাচ্ছ। সেখানে জীবনটা উপভোগ কর। খোলা মনে পৃথিবী দেখো। মনে রেখো তোমাদের মতো তরুণ-তরুণীদের ওপরেই নতুন পৃথিবী গড়ার দায়িত্ব রয়েছে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘হোয়াইট হাউসে কড়া নিরাপত্তার মধ্যে তোমাদের দিন যাপন করতে হয়েছে। হয়তো অনেক সমালোচনা ও বিদ্রূপও শুনতে হয়েছে। সে সবে কান দিও না। কারণ তোমাদের সম্পর্কে কটু মন্তব্য যারা করছেন, তারা কেউই তোমাদের মতো নিরাপত্তার কড়াকড়ির মধ্যে জীবনযাপন করেননি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন