মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির জাতীয় কাউন্সিল

খোকা নেই, খোকা আছেন

প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আমেরিকার নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি। এই সময়ের মধ্যে বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায়ে সাজাও হয়েছে ঢাকার সাবেক এই মেয়রের।

যুক্তরাষ্ট্র যাওয়ার পর কিছুদিন সেখান থেকে তিনি মাঝে মাঝে বক্তৃতা-বিবৃতি দিলেও সাম্প্রতিক সময়ে সেটি আর দেখা যায়নি।

তবে দলের আসন্ন জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকা মহানগর বিএনপির এই সাবেক আহ্বায়ক যুক্তরাষ্ট্রে বসেই সরব হয়েছেন। কাউন্সিলের খোঁজখবর রাখছেন নিয়মিত। দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে অভ্যর্থনা উপকমিটির নেতৃত্বে ছিলেন বলে নিজের অভিজ্ঞতা থেকে নির্দেশনা দিচ্ছেন ওই বিভাগের এবারের উপকমিটির দায়িত্বপ্রাপ্তদের।

অভ্যর্থনা ও আপ্যায়ন বিভাগের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা যায়।

১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। গত বৃহস্পতিবার দলটি এই ভেন্যু ব্যবহারের অনুমতি পায়।

এদিকে কাউন্সিল ঘিরে গঠিত ১১ উপকমিটির দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ বিভাগের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। ইতিমধ্যে তৈরি হয়েছে কাউন্সিলের স্লোগান। আমন্ত্রণ জানানো হচ্ছে দেশি-বিদেশি ডেলিগেটদের। কাউন্সিলরদের মতামত নিয়ে গঠনতন্ত্র সংশোধনের কাজও চলছে জোরালোভাবে।

এবারের কাউন্সিলে স্থায়ী কমিটিসহ অন্য সব কমিটিতেও নতুন মুখ আসার আভাস মিলেছে। নিজের মতো করে তদবির-লবিংয়েও অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে পদ টেকানো নিয়ে টেনশনে আছেন।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবারের কাউন্সিলে নির্বাহী কমিটিতে বেশ কিছু চমক থাকবে। মূল নির্বাহী কমিটির আকার ছোট হতে পারে। হতে পারে সাবজেক্ট কমিটি। মন্ত্রণালয়ভিত্তিক কমিটিও হতে পারে। প্রতিটি উপকমিটিতে বেশ কিছু সদস্য থাকবেন, যাদের পদমর্যাদা হবে নির্বাহী কমিটির সদস্য। স্থায়ী কমিটিতে বেশ কয়েকজন নতুন মুখ আসবেন। নির্বাহী কমিটিতে এবার দুঃসময়ের ত্যাগীদের প্রাধান্য থাকবে। নিষ্ক্রিয়দের সাইডলাইনে রাখা হবে।

গুঞ্জন আছে, ভাইস চেয়ারম্যান থেকে স্থায়ী কমিটির সদস্য হতে পারেন সাদেক হোসেন খোকা। কেউ কেউ বলছেন, সশরীরে উপস্থিত না থাকলেও তিনি (খোকা)নিজের উপস্থিতির জানান দিতে চাইছেন। এ কারণে নিজের অনুগতদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্দেশনাও দিচ্ছেন।

এদিকে রাজধানীতে কাউন্সিল হলেও ঢাকা মহানগর বিএনপির শীর্ষ নেতাদের দেখা নেই। আহ্বায়ক মির্জা আব্বাস আছেন কারাগারে, আর সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল আত্মগোপনে। সর্বশেষ কাউন্সিলে অভ্যর্থনা ও আপ্যায়নের দায়িত্বে মহানগরের নেতৃস্থানীয়রা থাকলেও এবার দুই নেতার কেউ না থাকায় আপ্যায়ন উপকমিটির প্রধান হিসেবে কাজ করছেন সাবেক সদস্যসচিব আবদুস সালাম। তবে তাকে যুক্তরাষ্ট্র থেকে সাদেক হোসেন খোকা নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।

আপ্যায়ন বিভাগের প্রস্তুতির কথা জানিয়ে আবদুস সালাম বলেন, “সাদেক হোসেন খোকা ভাই যেহেতু দেশে নেই, সুতরাং তাকে তো কাউন্সিলে পাওয়া যাবে না। তবে তার নির্দেশনা তো থাকতেই পারে।”

সালাম বলেন,“কেন্দ্রীয়ভাবে ১৯টি টিম গঠন করা হয়েছে, যাতে ঢাকা মহানগরের নেতা,সাবেক কমিশনার এবং থানা-ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা আছেন। সাবেক ছাত্রনেতারাও অনেকে কমিটিতে থাকছেন। কাউন্সিলের আগে জেলা নেতার সঙ্গে যোগাযোগ করবেন। কাউন্সিলের আগে তাদের হাতে কুপন দেয়া হবে। কাউন্সিলের দিন কুপনের বিপরীতে খাবার সরবরার করা হবে। কুপন ছাড়া কাউকে খাবার দেয়া হবে না।”

খোকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঢাকার একজন সাবেক কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বুধবার বলেন,“খোকা ভাই সশরীরে নাই ঠিক, কিন্তু আমাদের সঙ্গে তার যোগাযোগ আছে। প্রতিনিয়ত কাউন্সিলের খোঁজ-খবর রাখছেন। আমাদের সালাম ভাইকে সহযোগিতা করার জন্য বলছেন। আমরা সেভাবে এগোচ্ছি।”

২০১৪ সালের ২৪ মে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন সাদেক হোসেন খোকা। ওই বছরের মাঝামাঝি তার শরীরে ক্যানসার ধরা পড়ে। নিউইয়র্কের বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্লোয়ান কেটারিংয়ের চিকিৎসক জেমস জে শিহ-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খোকা। দীর্ঘমেয়াদি চিকিৎসা চলছে বলে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তা নিশ্চিত নয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল