খোদ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী !
ব্যাংক আমানতের উপর বাড়তি আবগারি শুল্ক আরোপ নিয়ে সোমবারও সরগরম হয়ে উঠে সংসদ। খোদ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী।
ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদ বাজেট আলোচনায় সদস্যরা এ’সব কথা বলেন।
সদস্যরা বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে। এই শুল্ক নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।
এছাড়া, ই-কমার্স, মেডিটেশন ও শিশু খাদ্যে সম্পূরক শুল্ক না বাড়ানোর দাবিও জানান সংসদ সদস্যরা।
এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া, দেশের যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেখানে একটি স্কুল ও কলেজ সরকারি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন