গণতন্ত্রের ‘অভাবে’ উগ্রবাদের আশঙ্কা বিএনপির
দেশে গণতন্ত্র এবং আইনের শাসনের ‘অভাবে’ উগ্রবাদের উত্থান হতে পারে বলে মনে করছে বিএনপি।
এই আশঙ্কা ব্যক্ত করে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নেই। রাজনীতি না থাকলে উগ্রবাদের আশঙ্কা থাকে। উগ্রপন্থার আর্বিভাব ঘটে তখনই, যখন গণতন্ত্র ও আইনের শাসন না থাকে।
এই ‘সংকট’ মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে সরকারেরর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বৃহস্পতিবার দুপুরে এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি এবং জাগৃতি প্রকাশনীর প্রকাশক নিহত ফয়সল আরেফিন দীপনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মাহফিলের আয়োজন করে বিএনপি।
গত শনিবার দুর্বৃত্তদের হামলায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিহত হন প্রকাশক ফয়সল আরেফিন দীপন। একই দিন আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।
সম্প্রতি বেশ কয়েকটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ করে আসাদুজ্জামান রিপন বলেন, এসব ঘটনায় বিরোধীদলের প্রতি ‘ব্লেইম গেইম’ না দিয়ে, বাস্তবতা উপলব্ধি করুন। দেশের মানুষ আর্তনাত করছে। তারা অস্বাভাবিক অবস্থায় মধ্যে আতঙ্ক, ভয় নিয়ে দিন পার করছে।
নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিএনপির এই নেতা বলেন, দীপন মিছিল মিটিংয়ে অংশ না নিলেও তিনি ছিলেন জিয়াউর রহমানের আদর্শের মানুষ। তিনি দ্রুত দীপন হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার দাবি করেন।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন