গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে ভারত
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রাম মাধব বলেছেন, সংবিধানের আওতায় গণতন্ত্র সুরক্ষায় বাংলাদেশ সরকারের প্রচষ্টোর পাশে থাকবে ভারত।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, তা প্রশংসাযোগ্য।
বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, ‘গণতন্ত্রই আমাদের সব সমস্যার উত্তর। এটা করতে হবে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সুরক্ষার মাধ্যমে।’
তিনি বলেন, ‘বাস কিংবা সরকারি সম্পত্তি পুড়িয়ে গণতান্ত্রিক স্বাধীনতা অর্জন করা যায় না। ভারত সরকার স্বাধীনতার নামে বাস পোড়ানোকে সমর্থন করবে না।’
শুক্রবার সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগে মূল প্রবন্ধে এই অভিমত ব্যক্ত করেন রাম মাধব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ফ্রেন্ডস অব বাংলাদেশ ভারত চ্যাপ্টারের সত্যম রায় চৌধুরী, বাংলাদেশ অংশের সমন্বয়কারী শামসুল আরেফিনও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদষ্টো এইচটি ইমাম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিজেপির মুখপাত্র এমজে আকবর, ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিসহ দুই দেশের বিভিন্ন স্তরের বিশষ্টি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে শুরু করে কর্মকর্তা পর্যায়ে, এমনকি সাধারণ মানুষের মধ্যে জোরদার হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস দমনে বিশেষ করে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ নিরসনে দেশটির সঙ্গে কাজ করছি। আমরা চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করার অনুমতি দিয়েছি। আশা করি, পানিসম্পদ সংক্রান্ত ইস্যুও আমরা নিষ্পত্তি করতে পারব।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ ভারতের নিরাপত্তা উদ্বেগ দূর করেছে। এ ব্যাপারে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। কানেকটিভিটি জোরদার করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন