গণধর্ষণের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন নায়কা আলিয়া!

এই বছরের আলোচিত সিনেমার মধ্যে অন্যতম ছিল অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’। যাঁরা ছবিটা দেখেননি, তাঁদের জানিয়ে রাখা ভাল- এই ছবিতেই গণধর্ষণের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল আলিয়া ভাটকে! সেই দৃশ্য যাঁরা দেখেছেন ছবির পর্দায়, শিউরে শিউরে উঠেছে তাঁদের সারা শরীর! আর নায়িকা? তার অভিজ্ঞতা কেমন, জানালেন আলিয়া।
শুটিং হলেও গণধর্ষণের এই দৃশ্যে অভিনয় করা ছিল আলিয়ার জন্য খুবই ভয়ানক ব্যাপার। সম্প্রতি সেই কথা জানিয়েছেন আলিয়া ভাট নিজেই। রাজীব মসন্দ পাঁচ নায়িকাকে নিয়ে বসিয়েছিলেন এক গোল টেবিল বৈঠক। বিদ্যা বালান, আনুশকা শর্মা, সোনম কাপুর, রাধিকা আপ্তে এবং আলিয়া ভাট- বলিউডের এই পঞ্চকন্যা সেই বৈঠকে কথা বলেছিলেন যৌনদৃশ্যে তাদের কাজের অভিজ্ঞতা নিয়ে। সবাই নানা মজা করলেও আলিয়া যা বললেন, তাতে চমকে যেতে হল।
আলিয়া জানান, ওই দৃশ্যে কাজ করাটা তার জন্য মোটেও খুব একটা সুখকর ছিল না। ‘আমি স্পটে গেলাম, শুট শুরু হল, আমি কাজ করলাম, পরিচালক কাট বললেন, ঠিকঠাক ভাবেই মিটে গেল ব্যাপারটা। কিন্তু ভিতরে ভিতরে আমার অনবরত এক অস্বস্তি কাজ করে চলেছিল। জানি ব্যাপারটা শুটিং, তাই চুপ করে ছিলাম। কিন্তু কিছুতেই সহজ হতে পারছিলাম না! আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল।’
নায়িকা আরও জানিয়েছেন, ওই দৃশ্যে অভিনয় করার পরে তিনি অনেকদিন সহজ জীবনযাপন করতে পারেননি। সব সময়েই আতঙ্কগ্রস্ত হয়ে থাকতেন তিনি। চুপ থাকতেন। কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না। বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে দৃশ্যটা কতটা প্রভাব ফেলেছিল আলিয়ার উপরে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন