গণধর্ষণের অভিযোগে ভারতে সাবেক মন্ত্রী গ্রেপ্তার
গণধর্ষণের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সমাজবাদী পার্টির সাবেক মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপ্রতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার লখনৌয়ের হযরতগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এত দিন আত্মগোপনে ছিলেন প্রজাপ্রতি। আজ তিনি লখনৌতে পৌঁছানোর খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে গণধর্ষণ মামলায় পুলিশ নয়ডা থেকে প্রজাপ্রতির তিন সঙ্গীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে প্রজাপ্রতির দুই ছেলে ও এক ভাইপোকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই প্রজাপ্রতির সন্ধান মেলে।
লখনৌ পুলিশের মহাপরিদর্শক সতীশ গণেশ জানিয়েছেন, লখনৌয়ের হযরতগঞ্জ এলাকা থেকে গায়েত্রীপ্রসাদ প্রজাপ্রতিকে গ্রেপ্তার করা হয়। ৮৯ বছরের সমাজবাদী পার্টির এই নেতাসহ মামলার এজহারে (এফআইআর) উল্লিখিত আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
২০১৪ সালে এক নারীকে গণধর্ষণ এবং তাঁর মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে গায়েত্রীপ্রসাদ প্রজাপ্রতি এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর প্রাথমিকভাবে তা অস্বীকার করেন প্রজাপ্রতি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রজাপ্রতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এজহার দায়ের করে জামিন অযোগ্য ধারায় তাঁদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়।
এ ঘটনার পরে উত্তরপ্রদেশ রাজ্যের আমেথি বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়ান প্রজাপ্রতি। সেই ভোটে হেরেও যান প্রজাপ্রতি। এরই মধ্যে তাঁর নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এমনকি তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সে জন্য তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়। এরপর আজ লখনৌ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন