‘গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আরো দুই বছর লাগবে’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, খুব সহজেই রাজধানীর গণপরিবহন শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হচ্ছে না। গণপরিবহনের শৃঙ্খলা আনতে হলে কোম্পানির অধীনে বাস পরিচালনা করতে হবে। আর এ কাজ শুরু করতে আরো দুই বছর সময় লাগবে।
সোমবার (১০ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হকের সময় এনিয়ে একটি ড্রাফট করাই আছে। এটি আমরা দেখব। কোনোকিছু সংযোজন, পরিমার্জন ও সংশোধন করতে হলে করব।
এর আগে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির প্রজ্ঞাপন রোববার (৯ সেপ্টেম্বর) জারি করে মন্ত্রণালয়। ১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে।
দক্ষিণ সিটি বলেন, এ মাসের শেষ দিকে আমরা কমিটির প্রথম বৈঠক করব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। দ্রুততম সময়ের মধ্যে রুট রেশনালাইজেশন এবং কোম্পানি গঠন কাজ শেষ করা হবে। পুরনো বাস তুলে দিয়ে নতুন বাস নামাব। আমাদের লক্ষ্য যানজটমুক্ত শহর উপহার দেওয়া।
তিনি বলেন, রাজধানীতে এক দিনে সাড়ে ৪ হাজার গণপরিবহন নামানো সম্ভব নয়। এক কোম্পানির পক্ষে এটা কেনাও সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় দরকার হবে।
রাজধানীর যানজটের অন্যতম কারণ প্রাইভেট কার। এ বিষয়ে কী উদ্যোগ নেবে এই কমিটি? এমন একাধিক প্রশ্নের জবাবে মেয়র বলেন, প্রাইভেট গাড়ির বিষয়ে প্রজ্ঞাপনে কোনো দিক নির্দেশনা নেই। তবে বি আরটিএ এই কমিটিতে রয়েছে, আমরা বৈঠকে বসলে আলোচনা করবো। প্রাইভেট গাড়ির বিষয়ে আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করবো।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন