গণপিটুনিতে শিবিরকর্মী নিহত, আহত ২
যশোরে স্থানীয় শিক্ষার্থীদের গণপিটুনিতে হাবিবুল্লাহ (২২) নামে শিবিরের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।
সোমবার বিকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ সরকারি এম এম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। সে শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে।
আহতরা হলেন-ঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কামরুল হাসান (২২) ও মাগুরার শালিখা উপজেলার আতিয়ার রহমানের ছেলে আল-মামুন (২২)। তারাও এম এম কলেজের একই বিভাগের ছাত্র।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাস আলী জানান, সন্ধ্যার দিকে কলেজ এলাকার একটি ছাত্রাবাসে শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এ সময় স্থানীয় কিছু শিক্ষার্থী হাবিবুল্লাদের গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত রাত ৭ টায় হাবিবুল্লাহ মারা যায়।
এর আগে তাদের ছাত্রবাসের পেছন থেকে একটি হাতবোমা ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান ওসি।
আহত শিবির কর্মী আল-মামুন দাবি করেন, ছাত্রলীগ কর্মীরা তাদের ছাত্রাবাসে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করায় নিহতের ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন