গণমাধ্যমে নেতাদের দ্বন্দ্বের খবর উদ্দেশ্যমূলক : এমাজউদ্দিন
দলীয় ঐক্য নষ্ট করতেই বিএনপির কমিটি গঠন নিয়ে নেতাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দিন আহমেদ।
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এ অভিযোগ করেন।
‘পথের বাধা সরিয়ে দাও’ শিরোনামে এই কনভেনশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাগপার কাউন্সিলর ও নেতা-কর্মীরা অংশ নেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কনভেনশনে এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘খালেদা জিয়াকে বলতে চাই, কমিটি গঠন নিয়ে গণমাধ্যমে এই ধরনের প্রতিবেদন উদ্দেশ্যমূলক। দলীয় ঐক্য যাতে প্রতিষ্ঠিত না হয় এবং ভাঙন ধরে সেজন্য এগুলো প্রচার করা হচ্ছে। পত্রিকায় যা লেখা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। সুতরাং এদিকে তাকাবার দরকার নেই। অল আর ননসেন্স।’
দলের অভ্যন্তরীণ সংকটের কথা গণমাধ্যমের কাছে না বলে দলীয় সভায় তা তুলে ধরতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এমাজ উদ্দিন বলেন, ‘স্বাধীনতার এতো বছর পরও আজ গণতন্ত্র নির্বাসিত হয়েছে, ব্যক্তি অধিকার নেই, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাও হারিয়েছি মানুষ। এখান থেকে বাড়ি ফিরে যাওয়া যাবে কি না, সেই ধরনের নিরাপত্তাও নেই।’
ভবিষ্যত সরকারবিরোধী আন্দোলনে সফল করতে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটেরও অন্য মিত্র দলগুলাকেও শক্তিশালী হওয়ার পরামর্শ দেন খালেদা জিয়ার এই পরামর্শক।
তিনি বলেন, ‘এটি হলে আর বেশি অপেক্ষা করতে হবে না। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’
কনভেনশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. সুকোমল বড়–য়া প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদব বিলকিস জাহান, শ্যামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ দলীয় জোটের শরিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন