‘গণশ্লীলতাহানি’ নিয়ে যা বললেন বিরাট, শোনার পরে লজ্জায় মাথা তুলতে পারবেন না
উন্নত জীবনযাত্রার আড়ালে কিছু সংকীর্ণ মানসিকতা যে একটা সমাজকে কতটা নীচে নামাতে পারে, তা সদ্য ঘটে যাওয়া ঘটনার পরে জেনেছে দেশবাসী।
বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর এমজি রোডে হওয়া গণ-শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সোরগোল পড়ে গিয়েছে। নেশাগ্রস্থ গুণ্ডাদের হাতে ওইদিন নিগৃহিত হন বহু মহিলা। দেশবাসীর বিশ্বাস ছিল, ভারতের অনান্য শহরের থেকে বহুগুনে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু। বলা বাহুল্য, এই ঘটনার পরে সেই বিশ্বাসে চির ধরেছে। উন্নত জীবনযাত্রার আড়ালে কিছু সংকীর্ণ মানসিকতা যে একটা সমাজকে কতটা নীচে নামাতে পারে, তা এই ঘটনার পরে জেনেছে তাঁরা। দেশের বহু জনপ্রিয় ব্যক্তিত্বরাই এই ঘটনার নিন্দা করেছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন বিরাট কোহলি।
গোটা ঘটনার তীব্র নিন্দা করে এদিন একটি টুইট করেন তিনি। টুইটে বলেন, ‘যা ঘটেছে বেঙ্গালুরুতে, তা একদমই কাম্য নয়। যারা এটা চুপচাপ দাঁড়িয়ে দেখেছে, অথচ সাহায্যের জন্য এগিয়ে যায়নি, নিজেদের পুরুষ বলে পরিচয় দেওয়ার কোনও অধিকার তাদের নেই। আমার শুধু একটাই প্রশ্ন রয়েছে ওদের কাছে। ঠিক এই একই ঘটনা যদি তোমাদের পরিবারের কারোর সঙ্গে ঘটত, তাহলেও কি চুপচাপ দাঁড়িয়ে দেখতে? না সাহায্যের করতে এগিয়ে যেতে? আমার তো মনে হয়, এইগুলো আমরা হতে দিই বলে হয়। একশ্রেণীর মানুষ ভাবে, হচ্ছে হোক, ক্ষতি কী! মেয়েরা যখন ছোট পোশাক পড়েছে, তখন এটা হওয়াই তো স্বাভাবিক।’
এরপর তিনি আরও বলেন ‘আমি লজ্জিত এরকম একটা সমাজের অঙ্গ হয়ে। আমার মনে হয়, আমাদের চিন্তাভাবনা বদলের সময় এসেছে এইবার। পুরুষ এবং মহিলার প্রতি কোনও ভেদাভেদ না করে উভয়ের প্রতি সমআচরণ করাটাই কাম্য। বরং বিশেষ সম্মান দেওয়া উচিত মহিলাদের।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন