গণ সচেতনামূলক প্রচারনায় পার্বতীপুরে রেল পুলিশ
আব্দুলাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ২৯ অক্টোবর রোজ শনিবার দুপুরে রেলওয়ে থানা পুলিশের উদ্দ্যোগে গণ সচেতনামূলক প্রচারনা চালানো হয়। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় এ গণ সচেতনামূলক প্রচারনায় অংশগ্রহণ করে।
এ সময় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন হতে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেন যাত্রীদের হাতে গণ সচেতনামূলক প্রচারনার লিফলেট বিতরণ করেন তারা। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ কর্তৃক প্রচারিত এই লিফলেটে জনসাধারনের উদ্দেশ্যে নানা ধরনের উপদেশ মূলক বানী যেমন-রেল লাইন পার হবার সময় ভাল করে দেখে শুনে সর্তকতার সাথে পার হন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের উপর দিয়ে হাঁটবেন না বা রেল লাইন পার হবেন না, রেল লাইনের উপর বসে থাকবেন না, চলন্ত ট্রেনে মোবাইল ফোনে সেলফি তোলা থেকে বিরত থাকুন, শিশুদের রেল লাইনের উপর খেলতে বা হাটতে দিবেন না, রেল গেটে বেরিয়ার ফেলানো থাকলে রেল লাইন পার হওয়া থেকে বিরত থাকুন, রেল লাইনের উপর গবাদি পশু চড়াবেন না, রেল লাইন সংলগ্ন দোকান পাট- বাজার বসাবেন না, বয়স্ক, প্রতিবন্ধী, অন্ধ ব্যক্তিদের রেল লাইন পারাপারে সহায়তা করুন এসব বর্ণনা উলেখ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন