গতকাল ডি ভিলিয়ার্সের রান আউটের বিষয়ে যা বললেন প্রোটিয়া তারকা

আগে ব্যাট করতে নামায় রান তাড়ার কোনো তাড়াহুড়া ছিল না। সুন্দর করে উইকেট থিতু হয়ে একটা ভালো জুটির দরকার ছিল তখন।
কিন্তু এত রিস্কি সিঙ্গেল নেওয়ার কী প্রয়োজন ছিল? ১ রানের জন্য হ্যাঁ বলেছিলেন। আর ইতিবাচক ইঙ্গিতটা পেতেই ছুটেছিলেন এ বি ডি’ভিলিয়ার্স। এদিকে হার্দিক পান্ডিয়া বলটা ছোঁ মেরে তুলে নিয়ে দ্রুত পাঠিয়ে দিলেন ধোনির কাছে। ধোনির অভিজ্ঞ বিশ্বস্ত হাত ভুল করেনি। রান আউট হয়ে গেলেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
প্রথমে ক্যাপ্টেন, তার ৫ বল পর আবার ডেভিড মিলারকে ডেকেও ক্রিজে ফিরে গিয়ে বিপত্তি ঘটান ডু’প্লেসিস। এই ২ রান আউটই মূলতঃ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা নিয়েছে। বিশেষ করে ডি’ভিলিয়ার্সকে ওভাবে ১ রান নিতে ডাকার জন্য ক্ষমা চাইলেন ডু’প্লেসিস।
প্রোটিয়া তারকা বলেছেন, “এবির রান আউটের জন্য আমিই দায়ী। আমার দোষে ওকে ভুগতে হল। ও দুর্দান্ত প্লেয়ার। অনেক বড় ক্রিকেটার। খেলছিলও বেশ ভালো। সেখানে ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে ওকে আমি আউট করে দিলাম! সত্যিই আমি দুঃখিত। ”
আর মিলারের আউটের ক্ষেত্রে? ডু’প্লেসিস বলেছেন, “মাঠে প্রচণ্ড চিৎকার হচ্ছিল। একে–অন্যের কথাই শোনা যাচ্ছিল না। মিলার নামার পর এই ব্যাপারটা নিয়ে আমরা কথাও বলেছিলাম। কিন্তু কিছুই লাভ হল না। ৪–৫ বল পরেই যা ভুল হওয়ার হয়ে গেল। বোঝাপড়ার অভাবেই আরও একটা রান আউট হয়ে গেল। “
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন