গত ৯টি ম্যাচে ১, ৩, ২০, ১১, ১২, ০, ১, ২১, ৬ এভাবে রান করেছেন সৌম্য সরকার
২০১৫ সালে চট্টগ্রাম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ বলে ৯০ রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে সৌম্যের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।
সেই চিরচেনা সৌম্যের দেখা মিলেনি অনেক দিন। গত নয়টি আন্তর্জাতিক ম্যাচে ১, ৩, ২০, ১১, ১২, ০, ১, ২১, ৬ এভাবে রান করেছেন তিনি।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডে আবার ব্যাট হাতে ব্যর্থ এই টাইগার। দলকে বিপদে ঠেলে দিয়ে মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেছেন তিনি!
এর আগে, আফগানিস্তান সিরিজে তিনটি ওয়ানডেতে করেছিলেন ৩, ২০ ও ১১ রান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সৌম্য।
ওমানের বিপক্ষে ২২ বলে ১২, পাকিস্তানের বিপক্ষে ২ বলে ০, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ বলে ১, ভারতের বিপক্ষে ২১ বলে ২১ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ বলে ৬ রান করে আউট হন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
ক্যারিয়ারের শুরুটা স্বপ্নের মতো হলেও তা আর কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না বাঁ-হাতি এই ব্যাটসম্যান। নিজের ফিরে আশার ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারলেন না তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন