গন্তব্যে পৌঁছানোর আগেই কেকেআরের জরুরি অবতরণ

ফিরোজ শাহ কোটলায় প্লে-অফ খেলতে যাওয়ার আগেই বিপত্তি কলকাতা নাইট রাইডার্সদের৷ খারাপ আবহাওয়ার জন্য দিল্লি যাওয়ার পথে জয়পুরে জরুরি অবতরণ করতে হল গৌতম গম্ভীরদের বিমানকে৷
আইপিএল প্লে-অফ খেলতে সোমবার তিন ভাগে দিল্লি রওনা দিয়েছিল কেকেআর৷ কিন্তু আবহাওয়ার বিপত্তিতে দিল্লি এদিন দিল্লি পৌঁছতে পারেনি নাইটদের একটি বিমান৷ জয়পুরে জরুরি অবতরণ করতে হয় সেই বিমানটি৷ যেটিতে ছিলেন অধিনায়ক গম্ভীরসহ আরো কয়েকজন ক্রিকেটার৷
জয়পুরে রাত কাটানোর পর মঙ্গলবার সকালে দিল্লি পৌঁছায় গম্ভীরদের বিমান৷
রোববার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় কেকেআর৷ প্লে-অফে ওঠার আনন্দে হোটেলই সেলিব্রেশনে মাতেন নাইটরা৷ সোমবার বিকেলে দিল্লির উদ্দ্যেশে রওনা দেয় গম্ভীর অ্যান্ড কোং৷
বুধবার ফিরোজ শাহ কোটলায় সাইনরাইজার্সদের বিরুদ্ধেই এলিমিনেটর ম্যাচে নামবে কেকেআর৷ জিতলে ফাইনালে ওঠার জন্য খেলেত প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে৷ আর হারলেই আইপিএল নাইন থেকে বিদায় নেবে দুইবারের চ্যাম্পিয়নরা৷
সানরাইজার্সের বিরুদ্ধে প্লে-অফে নামার আগে নাইটদের দুঃশ্চিন্তায় রেখেছে আন্দ্রে রাসেলের ফিটনেস৷ চোটের জন্য লিগের শেষ ম্যাচে খেলতে পারেননি নাইটদের এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার৷ রাসেলকে সুস্থ করে নামানোর মরিয়া চেষ্টা করছে নাইট থিঙ্কট্যাঙ্ক৷ গত সপ্তাহে কানপুরে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রাসেল৷
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন