গভর্নর: রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “গত ৫ মাসে অতিরিক্ত রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। এখন রিজার্ভ দাঁড়িয়েছে ২০ বিলিয়নের ওপরে। আগে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়ার পথে, এখন সেগুলো ঘুরে দাঁড়িয়েছে।”
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
“ব্যাংকিং খাতের ধস নিয়ে অনেকে চিন্তিত ছিলেন, সেখান থেকে ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়”- উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, “এখন আর এগুলো পড়ে যাবে না। একটিকে বাদ দিয়ে বাংলাদেশ অর্থনীতিতে এগোতে পারবে না। রাষ্ট্রের অর্থনীতি পূর্ণগঠন করতে হলে এই ব্যাংকিং খাতকে পূর্ণগঠন করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল। বৈশ্বিক বাণিজ্য আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়েছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। আগস্ট মাসের পর বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেনি। কাজেই রিজার্ভ কমবে না, বাড়বেই। রেমিট্যান্সের বিরাট প্রবাহ পরিবর্তন হয়েছে। গত পাঁচ মাসে ৩ বিলিয়ন অতিরিক্ত রেমিট্যান্স এসেছে। সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থের প্রাচার কমে গেছে।”
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, ইনডিপেনডেন্ট ডিরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
এই সংক্রান্ত আরো সংবাদ
থার্টি ফাস্ট নাইটে আতশবাজি, পটকা ফোটালে জেল-জরিমানা
থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুসবিস্তারিত পড়ুন
টানা ৩ দিন কমতে পারে রাতের তাপমাত্রা
আগামী ৩ দিন সারা দেশের রাতের তাপমাত্রা কমতে পারে বলেবিস্তারিত পড়ুন
রিজভী: সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “একটি জাতীয়বিস্তারিত পড়ুন