গভীর প্রেমে পড়েছেন সোনাক্ষি, কে এই মহানায়ক? শুনলে অবাক হবেন


‘ফোর্স-২’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনীত সোনাক্ষি সিনহা। এ ছবিটি এখন শুধু মুক্তির অপেক্ষায়। কিন্তু তার আগেই প্রচারণা এসে সিনেপ্রেমীদের অবাক করার মত একটি তথ্য দিলেন সুন্দরী এই নায়িকা। তিনি নাকি অনেক আগ থেকে জন আব্রাহামের গভীর প্রেমে পড়েছেন।
তবে এই বিষয়ে এখনও জন আব্রাহাম কিছুই জানেন না। এমন বক্তব্যের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন সোনাক্ষি। এই ব্যাপারে সোনাক্ষি বলেন, আমি বলিউডের একজন নায়কের প্রেমেই পড়েছিলাম। আর তিনি হলেন জন আব্রাহাম। যদিও বিষয়টি জন এখনও জানেন না।
আজ আমি বিষয়টি সবার সামনেই খোলাসা করলাম। একজন স্বপ্নের পুরুষ বলতে যা বোঝায় জন আমার জন্য তা-ই ছিলেন। এখনও আমি তাকে ভালোবাসি। পাশাপাশি একসঙ্গে কাজ করার পর শ্রদ্ধাবোধও বেড়ে গেছে জনের প্রতি।
এতটা সহযোগিতা তিনি করেছেন যা বলে বোঝাতে পারবো না। তবে এখন আসলে এ প্রেম সফল হওয়ার নয়। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে। আর আমিও কাজ নিয়েই কেবল ভাবতে চাই। তবে তার প্রতি প্রেমটা আজীবনই রয়ে যাবেএতটুকু বলতে পারি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













