গম নিয়ে সংসদে খাদ্যমন্ত্রী যা বললেন
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পত্র-পত্রিকায় প্রকাশিত ব্রাজিল ও ফ্রান্স থেকে নিম্নমানের গম আমদানির খবর ভূল ছিল । খাদ্য বিভাগ ব্রাজিল থেকে কোন নিম্নমানের গম আমদানি করেনি। ব্রাজিল থেকে আমদানিকৃত গম বিভিন্ন পরীক্ষারে পরীক্ষা করা হয়। পরীক্ষার নিম্নমান বা খাবার অনুপযোগী কোন গমের অস্তিত্ব পায়নি খাদ্য বিভাগ। আজ রোববার জাতীয় সংসদে সাংসদ (সিলেট ৫) সেলিম উদ্দিনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ সব তথ্য জানান।
কামরুল জানান, ২০১৪-১৫ অর্থবছরে ফ্রান্স থেকে গম আমদানির লক্ষ্যে ৪টি চুক্তিপত্রের আওতায় ২লাখ মে. টন গমের চুক্তিপত্র সম্পাদিত করা হয়। চুক্তিপত্রের পর চট্টগ্রাম বন্দরে আগত ২টি জাহাহে আনীত গম নির্দেশ মেতাবেক না হওয়ার কারণে জাহাজ দুটি ফেরৎ দেয়া হয়। একইভাবে মংলা বন্দরে আগত এমভি মিনটাইল জাহাজে আনীত গমের মধ্যে ২১ হাজার মে. টন গম চুক্তিঅনুযায়ী না হওয়ার কারণে গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, সরকার চুক্তি বর্হিভূত নিম্নমান ও খাওয়ার অনুপযোগী কোন গম ফ্রান্স থেকে আমদানি করেননি।নিম্নমান ও খাওয়ার অনুপযোগী কোন গম ফ্রান্স থেকে আমদানি হলেও খাদ্য বিভাগ তা গ্রহণ করেনি, সেহেতু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।
খাদ্যমন্ত্রী বলেন, ব্রাজিলের থেকে আনা কিছু গম সধার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে । গম পাওয়ার পর কেও অভিযোগ করেনি।আমরা খদ্য স্বয়ন সম্পৃর্ণ হয়েছি সরকারে অন্যয়ন কাজ বাধাগ্রস্থ করতে এসব প্রচারণা চালানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন