গরমে আরাম দেবে যে ধরনের শাড়ি

এই গ্রীষ্মে নারীর জন্যে সবচেয়ে আরামদায়ক পোশাকটি হলো শাড়ি। বিশেষজ্ঞদের মতে, সব সময়ের জন্যেই শাড়ি আরামদায়ক। এ ছাড়া নারী মোহনীয় হয়ে ওঠেন একমাত্র শাড়িতেই। তবে আরাম পেতে কাপড় বেছে শাড়ি পছন্দ করতে হবে।
ভারতের ভিনেটস শাড়ির ক্রিয়েটিভ ডিরেক্টর ভিনেট সাজের জানান, পাতলা কাপড়ের শাড়িতে গ্রীষ্মের তীব্র গরমে অনেকটা স্বস্তি আসবে। এ মৌসুমের জন্যে আলাদা ফ্যাব্রিকের শাড়িই বাজার পাওয়া যায়। এ ধরনের কিছু শাড়ি সম্পর্কে জেনে নিন।
১. সুতির শাড়ি : এর মধ্য দিয়ে বাতাস চলাচল করে। এর ওজন অনেক হালকা। তা ছাড়া ঘাম শুষে নেয়। কাজেই ঘাম ঝরানো গরমকালের জন্যে দারুণ এক শাড়ি। এতে শরীর ঠাণ্ডা থাকে।
২. মলমল শাড়ি : ব্যাপক জনপ্রিয় একটি শাড়ি। একেবারে হালকা ওজনের, কোমল এবং মসৃণ জমিনের এক শাড়ি। গরমের জন্যে আরামদায়ক।
৩. ভিসকস শাড়ি : এ শাড়ির মূল বৈশিষ্ট্য হলো, খুব সহজেই এতে রং করা যায়। এ রং কখনো নষ্ট হয় না। শাড়ির জমিন এমন যে তা বাতাস চলাচলের উপযোগী করেই তৈরি করা হয়।
৪. লিনেন শাড়ি : ঘাম শুষে নেওয়া সুতায় তৈরি হয় লিনেন কাপড়। খুবই আরামদায়ক শাড়ি এটি। খুব সহজে বাতাস চলাচল করে। এটা শুধু দেহকে শীতলই রাখে না, এই ক্লাসিক শাড়িটি আপনাকে রীতিমতো বুঝতে পারে।
৫. শিফন শাড়ি : এটি ওজনে অদ্ভুত রকমের হালকা। খুবই আরামদায়ক। পয়সা দিয়ে এই শাড়ি কিনে কখনোই ঠকবেন না। সূত্র : হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন