‘গরম ইস্ত্রি আমার হাতে চেপে ধরত’
সোমা আক্তার। বয়স ২২ বছর। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠানো হয়েছিল তাকে। ঢাকা জেলা পুলিশ সুপার ও এডিশনাল ডিআইজি হাবিবুর রহমানের প্রচেষ্টায় প্রায় ৩ মাস পর তাকে সোমবার রাতে দেশে ফিরিয়ে আনা হয়।
সাভারের বেদে পল্লীতে অমরপুর মহল্লার বাসিন্দা তিনি। দিনমজুর বাবা শহর আলীর অভাবের সংসার। ৪ বোনের মধ্যে তৃতীয় সোমা। বাবাকে একটু সহায়তা দিতে স্থানীয় কামাল গার্মেন্টের অপারেটরের চাকরি ছেড়ে তিনি দালালের মাধ্যমে লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছিলেন।
কিন্তু সেখানে যাওয়ার পর তিনি এক কঠিন পরীক্ষার মুখোমুখি হন। সৌদি শেখদের ৫ সদস্যের বিশাল বাড়িতে একা গৃহকর্মী হওয়ায় তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হতো প্রায় প্রতিদিনই।
রান্নাসহ সব কাজ তাকে দিয়েই করানো হতো। কোনো ভুলত্র“টি হলেই তাকে পেটানো হতো। নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
সোমা বলেন, ত্রুটি পেলে গরম ইস্ত্রি আমার হাতে চেপে ধরত। খাবার দেয়া হতো খুব সামান্য। ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নজরে বিষয়টি এলে তার সহযোগিতায় সোমবার রাতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
বৃহস্পতিবার বিকালে সোমার সঙ্গে কথা বললে তিনি এ প্রতিবেদককে জানান, ১৬ হাজার টাকা বেতনে পোশাক কারখানায় চাকরি দেয়ার কথা বলে রাজধানীর আজিজ ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক বিল্লাল হোসেন ৭ ফেব্রুয়ারি তাকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। এ জন্য তার কাছ থেকে এক লাখ টাকা নেয় দালালরা।
কিন্তু সেখানে পোশাক কারখানায় না দিয়ে পাঠিয়ে দেয়া হয় এক বাসায়। দিনরাতে এক থেকে দুই ঘণ্টার বেশি ঘুমাতে দেয়া হতো না। সোমা বলেন, ওরা আমাকে এক-দুইদিন পর পর সামান্য খাবার খেতে দিত। আর গৃহকর্ত্রী প্রায়ই মারধর করতেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন