গরুর মাংস খেতে পুলিশের অনুমতি নিতে হচ্ছে!

যোগী আদিত্যনাথ ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর সব কসাইখানা বন্ধ করে দিয়েছেন। যার কারণে সেখানে এখন গো-হত্যা মানেই বিপদ। উত্তরপ্রদেশের বাসিন্দারা এ নিয়ে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। সম্প্রতি এ প্রদেশের দাদরিতে এক মুসলিম পরিবারের বিয়ের অনুষ্ঠানেও মুরগির মাংস খাওয়ানো হয়।
পাত্রীর পরিবারের এক সদস্য জানান, বিয়েতে বাড়ির পোষা মোষের মাংসের একটি পদ বানানোর কথা প্রথমে ভাবা হয়েছিল। সরকারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রবি ও সোমবার ছুটি থাকায় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও উত্তর মেলেনি। তাই মুরগির মাংস কেনা হয়।
পাত্রীর বাবা বলেন, পুলিশ অনুমতি দিয়েছিল। তা সত্ত্বেও আমরা প্রশাসনের সম্মতি চেয়েছিলাম। কিন্তু ছুটি থাকায় উত্তর মেলেনি। কারও আবেগে আঘাত দিতে চাইনি। বিষয়টা নিয়ে কোনও ইস্যুও বানাতে চাইনি। তাই মুরগির মাংস খাওয়ানোরই ব্যবস্থা করে নিয়েছিলাম।
খাদ্য সুরক্ষা বিভাগের কর্মকর্তা মহেন্দ্র শ্রীবস্তব বলেন, এসব ক্ষেত্রে অনুমতি পেতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। তবে মুসলিম পরিবারটির বিয়ের অনুষ্ঠান সম্মতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন