গরুর সৎকার করতে অস্বীকার করায় বেধড়ক মার অন্তঃসত্ত্বা মহিলাকে
গরুর মৃতদেহ সৎকার করতে অস্বীকার করায় এক দলিত পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করা হল৷ পরিবারের মধ্যে একজন অন্ত:সত্ত্বা মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে৷ঘটনাটি ঘটেছে, গুজরাতের বানাসকান্থা জেলার কারজা গ্রামে৷ পুলিশের তরফে শনিবার এই তথ্যই জানানো হয়েছে৷ঘটনায় ছ’জনকে গ্রেফতারও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
পুলিশের কাছে এফ-আই-আর লজ করে আক্রান্ত মহিলার স্বামী নিলেশভাই ধুনাভাই রানওয়াসিয়া৷ওই দলিত পরিবারকে আক্রমণ করেছে দরবার সংগঠনের ১০জন সদস্য৷শনিবার রাতে ওই পরিবার গরুকে সৎকার করতে অস্বীকার করায় তাদের ওপর হামলা চালায় ওই সংগঠন৷ আক্রান্ত মহিলার নাম সঙ্গিতাবেন৷
মিস্টার রানওয়াসিয়া পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, ‘যে ওই গোষ্ঠীর লোকজন আমাকে টেনে হিঁচড়ে , রীতিমতো আমায় আঘাত করে আমার বাড়িতে ঢোকে৷এমনকি আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও লাঠি দিয়ে মারতে কুণ্ঠাবোধ করেনি ওই দল৷’
এমনকি ওরা মারতে মারতে হুমকি দেয়, খামারে যেতে না দেওয়া হলে গরুটিকে নিষ্পত্তি করার জন্য তাহলে ওরা সঙ্গিতাবেনকে প্রাণে মেরে ফেলবে৷ ওই পরিবারে সঙ্গিতাবেন ছাড়া আরও বাকি দু’জন মহিলা আহত হয়েছে৷
পুলিশ জানিয়েছে ঘটনার পর আহতরা পালানপুর সিভিল হাসপাতালে চিকিৎসা করাতে যায়৷সঙ্গিতাবেনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷
ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনা ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করে, জানিয়েছেন বাবাসকান্তার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নিরাজ বাদজুগার৷ ধৃতরা হল, বাতাওয়ারনিস চৌহান(২৬), মাকুনুসিং চৌহান(২১), ইগোনিসিং চৌহান(২৫), বাভারসিং চৌহান(৪৫), দিলভিরসিং চৌহান(২৩) ও নারেদাসিং চৌহান(২৩)৷
বাদজুগার আরও জানিয়েছেন,আমরা ওই গ্রামে সব দলিত পরিবারকে নিরাপত্তা দিচ্ছি,এবং গ্রামে শান্তি রক্ষার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি৷
বেশ কিছুদিন আগে গুজরাটের ওনায় চারজন দলিতকে ব্যাপক মারধর করা হয়েছিল গরু সংরক্ষণ করে রাখবার কারণে৷দলিতদের ওপর অত্যাচারের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন