গরু চোর সন্দেহে মাদ্রাসা শিক্ষক হত্যা
উত্তর প্রদেশের দাদরিতে গরুর গোশত খাওয়া এবং তা বাসায় রাখার মিথ্যা অপবাদ রটিয়ে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার মুহাম্মদ হাসমত আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে।
খবর রেডিও তেহরান।
মণিপুরে গরু চুরির সন্দেহে এক সরকারি মাদ্রাসার প্রধান শিক্ষককে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তদের হাতে নিহত ওই শিক্ষকের নাম মুহাম্মদ হাসমত আলী। মনিপুরের পূর্ব ইম্ফল জেলার কেইরাও গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।
গ্রামবাসীরা সোমবার সকালে ৫৫ বছর বয়সী ওই শিক্ষকের লাশ দেখতে পায়। তাকে গরু চুরির সন্দেহে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ গরু চুরির কথা নিশ্চিত করেনি এবং দুর্বৃত্তদের গ্রেফতার করতে সমর্থ হয়নি।
পুলিশ বলছে, হাসমত আলীর লাশ তার বাসা থেকে ৫ কিলোমিটার দূরে ছিল। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় থানা ঘেরাও করে অপরাধীদের গ্রেফতারের দাবি জানায়। পুলিশ এ নিয়ে একটি মামলা দায়ের করেছে।
এদিকে, ওই মাদ্রাসা শিক্ষকের হত্যার নেপথ্যে প্রতিবেশী এক ব্যক্তির চক্রান্ত রয়েছে সন্দেহ করে গ্রামবাসীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হাসমত আলী নামে ওই শিক্ষক নিহত হওয়ার পরেই সন্দেহভাজন ওই প্রতিবেশী বাড়ি থেকে অদৃশ্য হয়ে যায়।
নিহত হাসমত আলীর পরিবারের সদস্যরা বলছেন, রোববার রাত ৮ টা নাগাদ বাসা থেকে পান খাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। পরবর্তীতে তার লাশ উদ্ধার হলে তার শরীরে আঁচড়ের চিহ্ন দেখতে পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন