গরু বিক্রি করতে না দেওয়ায় শাশুড়িকে খুন করলো জামাই
নেত্রকোণায় গরু বিক্রি করতে না দেওয়ায় এক যুবক তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৫০) মোবারকপুর গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। তার লাশ নেত্রকোণা সদর হাসপাতালে রাখা হয়েছে। ফাতেমার মেয়ের জামাই আলমগীর (৩০) একই গ্রামের জব্বার আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। আলমগীর মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাছুদুল বলেন, আলমগীর তার শ্বশুরবাড়ির একটি গরু বিক্রি করতে চাইছিলেন। এতে শাশুড়ি রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে জামাতা। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন