গরু ব্যবসায়ীসহ চারজনকে অজ্ঞান করে সর্বস্ব লুট
ঢাকা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড় লক্ষাধিক টাকাসহ সর্বস্ব হারিয়েছে মেহেরপুরের মুজিবনগরের এক গরু ব্যবসায়ীসহ তার তিন সহকারী। তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল মজিদ (৪৮) ও তার তিন সহকারী একই গ্রামের কামাল হোসেন (৪৫), আসাদুল ইসলাম (৩০) ও কালু মিয়া (২৭) ঢাকার পশুর হাটে গরু বিক্রি করতে যায়। গরু বিক্রি শেষে রাতে জেআর পরিবহনে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পরিবহনের ভেতরেই যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে দেড় লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। মুজিবনগর পৌঁছানোর আগে পরিবহনের সুপারভাইজার ও হেলপার তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পান। ভোরে তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাফিজুর রহমান মিলন জানান, আহত চারজনকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল। তারা এখন শঙ্কা মুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, আহতদের কাছ থেকে তথ্য নিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারে চেষ্টা করবে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বকবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলবিস্তারিত পড়ুন
মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা
এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপরবিস্তারিত পড়ুন