গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার কারণ কী?[ভিডিও]
গর্ভাবস্থায় অনেকেরই ডায়াবেটিস হতে পারে। নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৬৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শামিমা নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস বলতে আমরা কী বুঝি?
উত্তর : গর্ভাবস্থায় একজন মায়ের প্রথম যে ডায়াবেটিস ধরা পড়ল, সেটিকেই বলা হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস অথবা জেসটেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এ ক্ষেত্রে নারীটি হয়তো স্বাস্থ্যবান ছিল, সে গর্ভধারণ করল, জানতও না তার ডায়াবেটিস হলো। হওয়ার পর যদি তার রক্তের শর্করার মান সাধারণ পরিমাণের চেয়ে বেশি আসে, তার মানে তখন সে ডায়াবেটিক। যেহেতু গর্ভাবস্থায় তার প্রথম ডায়াবেটিস হলো, সেখান থেকে একে আমরা বলি গর্ভাবস্থায় ডায়াবেটিস অথবা জেসটেশনাল ডায়াবেটিস মেলাইটাস।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার পেছনে কি কোনো কারণ কাজ করে?
উত্তর : দেখা যায় যে গর্ভাবস্থায় সবার এক ধরনের ঝুঁকি থাকে না। ঝুঁকিপূর্ণ কিছু দল রয়েছে, যাদের দেখা যায় যে গর্ভধারণ হলেই রক্তের সুগারের মাত্রা বাড়ার একটি প্রবণতা থাকে। ঝুঁকিপ্রবণ কিছু বিষয় আছে।
দেখা যায় যে যাদের পরিবারে বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি—এদের যদি ডায়াবেটিস থাকে, সেসব নারী যদি গর্ভবতী হয়, দেখা যায় তাদের ঝুঁকি অনেক থাকে।
এ ছাড়া এই মায়ের যদি আগের গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে, তবে পরবর্তী গর্ভাবস্থায় ৫০ ভাগ আবার সে এই ডায়াবেটিসে আক্রান্ত হবে।
এ ছাড়া রোগীর ক্ষেত্রে যদি দেখা যায়, আগে তার বড় শিশুর ইতিহাস আছে। বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাবরশন হচ্ছে অথবা তার বাচ্চা মারা গেছে গর্ভ থেকে, তারা ঝুঁকিপূর্ণ থাকে। তাদের পরে ডায়াবেটিস হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন