গলাকেটে ২ শিশু হত্যায় মামলা এখনো হয়নি
মুক্তিপণ না পেয়ে মির্জাপুরে গলাকেটে দুই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা হয়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
শনিবার বিকেল পর্যন্ত লাশ হস্তান্তর কিংবা মামলা দায়ের হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন।
ওসি জানান, শুক্রবার রাতেই লাশ দুটি উদ্ধার করে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের কেউ মামলা দায়েরের জন্য কেউ যোগাযোগ করেনি।
বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্যে শিশু ইমরান ও শাকিলের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাকিল ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর ইমরান একই এলাকার আবু বক্করের ছেলে।
এর আগে গত ২৭ জানুয়ারি ঢাকার ধামরাই থেকে শিশু ইমরান ও শাকিলকে অপহরণ করা হয়। এর দুদিন পর শুক্রবার সন্ধায় পুলিশ মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকায় একটি লেবু বাগান থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৭ জানুয়ারি দুপুরে শাকিল ও ইমরান মিলে মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে তারা নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মুঠোফোনে অপহরণকারী পরিচয়ে দুজনের পরিবারের সদস্যের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন শুক্রবার বিকেলে এলাকাবাসী ওই স্থানে শিশুদুটির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন