গলার ক্যানসারের লক্ষণ কী?
লার টিউমার বা ক্যানসারের কারণ হলো শ্বাসনালী, অন্ননালী, স্বরযন্ত্রের টিউমার, এসব অঞ্চলের অগ্রগামী ক্যানসার বা অন্য কোনো অঞ্চল থেকে এ অঞ্চলে ছড়িয়ে পড়া ক্যানসার। ধীরে ধীরে অনেক সময় নিয়ে রোগটি দেখা দেয়। সাধারণত বয়সকালেই দেখা যায়। তবে কম বয়সে একদম হতেই পারে না, তা বলা ঠিক নয়।
উপসর্গ
- অনেক দিন ধরে গলা ব্যথা হওয়া।
- শ্বাস নিতে ও খাবার গিলতে অসুবিধা হওয়া।
- স্বর ভেঙে যায়, শ্বাস-প্রশ্বাসের সময় গলায় ঘড়ঘড় শব্দ হতে পারে।
- কাশি বা বমির সাথে রক্ত উঠতে পারে, গলায় চাকা দেখা যায়। দ্রুত ওজন কমে যেতে পারে।
চিকিৎসা না করালে সম্পূর্ণ শরীরে ক্যানসার ছড়িয়ে যেতে পারে। এতে মৃত্যু ঝুঁকি বাড়ে। গলাব্যথা বা কর্কশ স্বর এক সপ্তাহের বেশি থাকলে, কফের সাথে বা লালার সঙ্গে রক্ত এলে, গলায় চাকা দেখা দিলে বা ওজন কমে গেলে চিকিৎসকের শরণাপন্ন হোন।
এই সমস্যায় অবশ্যই বায়োপসি করতে হবে। এই রোগ প্রতিরোধে তামাক ও মদ পরিহার করে চলুন। এর চিকিৎসার হলো অপারেশন বা অস্ত্রোপচার, রেডিয়েশন বা কেমোথেরাপি।
লেখক : সহকারী অধ্যাপক, অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন