গলির মধ্যে ডেকে নিয়ে এএসআইয়ের ওপর হামলা
রাজশাহী নগরীর মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সামিউল হককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ধরমপুর এলাকায় এএসআইয়ের ওপর এ হামলার ঘটনা ঘটে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর মাথার বাম পাশে জখমের চিহ্ন রয়েছে বলে ওই ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আমির জাফর জানান, সাদা পোশাকে আসামি ধরতে গেলে এএসআই সামিউলের ওপর হামলা করে স্থানীয়রা। তাঁকে একটি গলির মধ্যে ডেকে নিয়ে গিয়ে হামলা করা হয়। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় সামিউল একাই সাদা পোশাকে আসামি ধরতে গিয়েছিলেন।
ওসি আরো জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা একজোট হয়ে এএসআই সামিউলের ওপর হামলা করেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার ও নগরীর মতিহারের জাহাজঘাট এলাকার বাসিন্দা শিমুলের সঙ্গে আগে থেকেই ব্যক্তিগত সম্পর্ক ছিল এএসআই সামিউল হকের। এর মধ্যে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে বিকেলে এএসআই সামিউলের ওপর হামলা করেন শিমুল, তাঁর সহযোগী আলমগীর হোসেন আলো, জাহাঙ্গীর হোসেন, বাবুসহ পাঁচ-ছয়জন। এ সময় দুর্বৃত্তরা পিটিয়ে সামিউলের মাথা ফাটিয়ে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন