গল টেস্টে পরাজয়ের ক্ষণ গুনছে অস্ট্রেলিয়া

পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ রানে জয়ের পর গল টেস্টেও দাপট দেখাল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে এখনও ৩৮৮ রানে পিছিয়ে ওজিরা। প্রথম ইনিংসের ১০৬ রান নিয়ে শুক্রবার ফের ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু দিলরুয়ান পেরেরা ও হেরাথের বোলিং তোপে ৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি সফরকারীরা।
এদিন দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শের ব্যাট থেকে এসেছে ২৭ রান। এ ছাড়া ১১ রান করেছেন উসমান খাজা। লঙ্কানদের হয়ে ৪টি করে উইকেট হেরাথ ও পেরেরা। একটি করে উইকেট দখলে নিয়েছেন লাকশান সান্দাকান ও ভিশোয়া ফার্নান্দো।
এদিকে দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন হেরাথ। টেস্টে দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন নুয়ান জয়সা। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারের প্রথম তিন বলে উইকেট নিয়েছিলেন দীর্ঘদেহী বাঁহাতি এই পেসার।
হেরাথ এখন সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের মালিক। ১৯৩৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ইংলিশ অফ স্পিনার টম গডার্ড হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ৮৬ দিন বয়সে। আর হেরাথের বয়স ৩৮ বছর ১৩৯ দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন