গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পিতা
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে রবিয়াল শেখ (৩০) ও সবুজ শেখ (২৫) নামের দুই মাদকাসক্ত ছেলের অমানবিক নিয়ার্তনের ভয়ে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন পিতা খায়রুল ইসলাম। এবিষয়ে ইউএনও বরাবর অভিযোগ করে কোন প্রতিকার পায়নি দরিদ্র পিতা খায়রুল ইসলাম। সেই সাথে থানা পুলিশ বিষয়টি অবগত থাকলেও রহস্যজনক কারণে নিরব ভুমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে ওই ছেলেদের অব্যহত হুমকিতে চরম আতঙ্কে ভুগছেন তিনি।
সোমবার সকালে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের নির্যাতনের শিকার খাইরুল ইসলাম জানান, ছেলে রবিয়াল শেখ ও সবুজ শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ বিষয়ে বাধা দিলে খাইরুল ইসলামকে মারপিটসহ বিভিন্ন ধরণের নির্যাতন চালায় ওই যুবকদ্বয়। এছাড়া নেশার টাকা যোগান দিতে খাইরুল ইসলামকে বেধে রেখে বসতঘরের আসবাপত্র ভাঙচুর করাসহ বাড়িতে লাগানো বৃক্ষ জোরপূর্বক বিক্রি করে মাদক সেবনে মেতে উঠে। খাইরুল ইসলাম মিনতি করে এ প্রতিবেদককে আরও বলেন, স্থানীয় ইদ্রাকপুর বাজারে আমি একটি মুদির দোকান দিয়ে কোনমতে দিনাতিপাত করি। মাদকাসক্ত ওই ছেলেরা মাদক সেবন অবস্থায় আমার দোকানে ঢুকে টাকা-পয়সা ও মালামাল তছনছ করে নিয়ে যায়। এর প্রতিবাদ করলে আমাকে কিল-ঘুষি ও প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে। ছেলেদের এসব অশোভনীয় আচারণ ও নির্যাতন থেকে পরিত্রান পেতে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার বরবার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে খাইরুল ইসলামের অভিযোগ।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আহ্সান হাবিব জানান, ওই মাদকাসক্ত যুবকদের আটকের জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, তাদের আটকের জন্য এসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়েছে কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন