গাইবান্ধায় অনির্দিষ্টকালের ধর্মঘট
গাইবান্ধা চেম্বার অব কমার্সের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষের ঘটনায় জেলায় পরিবহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে দুটি সংগঠন। মঙ্গলবার রাত পৌনে ৮টায় মাইকিং করে অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করা হয়।
এর মধ্যে গাইবান্ধা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ডভ্যান পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সব ধরনের যানবাহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা জানান, গাইবান্ধা চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আনোয়ারুল কবির ও প্রাক্তন সভাপতি আবুল খায়ের মোরছালিন পারভেজের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলে আসছিল। এ নিয়ে আজ দুপুরে সাধারণ সভা চলাকালীন সময়ে দুজনের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ের বর্তমানে ও প্রাক্তন সভাপতির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বিকেল পাঁচটার দিকে উভয়পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সংঘর্ষে গাইবান্ধা চেম্বার অ্যান্ড কমার্স ও স্থানীয় শ্যামলী কাউন্টারের পরিচালক মোক্তাদির রহমান মিঠুসহ ৮ জন আহত হন।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক মোক্তাদির রহমান মিঠু জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন