গাইবান্ধায় অপহরণের দেড় মাস পড় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় অপহৃত স্কুলছাত্রী মোছা. জয়নাব খাতুন ইতিকে (১৩) উদ্ধার করেছে পুলিশ।
ইতি সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মাজমপুর গ্রামের মো. এনামুল হকের মেয়ে। ইতি ঢোলভাঙ্গা স্কুৈ এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।
অপহরণের দেড় মাস পর গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট বাসষ্টান্ড এলাকা থেকে বুধবার রাতে তাকে উদ্ধার করা হয়েছে।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনজার্চ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান কে জানান, ইতিকে প্রেমের ফাঁদে ফেলে একই গ্রামের বকু মোল্লার ছেলে এমরান মোল্লা (২৬)। এরপর এমরান মোল্লা কৌশলে ইতিকে ফুসলিয়া গত ৩১ মার্চ অপহরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ইতির বাবা এনামুল হক বাদি হয়ে এমরান মোল্লাসহ তিনজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, এমরান গত চার মাস আগে অন্যত্র বিয়ে করেন। তিনি বাড়িতে নববধূ রেখে ইতিকে নিয়ে পালিয়ে বেড়ান। গোপন খবরে অভিযান পেয়ে তুলশীঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ইতিকে উদ্ধার করা হয়। তবে এ সময় অপহরণকারী এমরান মোল্লাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস কে এ তথ্য নিশ্চিত করে জানান, অপহৃত ইতিকে বৃহস্পতিবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এরপর তাকে ২২ ধারা জবানবন্ধী দেওয়ার জন্য আদালতে হাজির করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন