গাইবান্ধায় আমন ক্ষেতে মলিবাগ পোকার আক্রমণে দিশেহারা কৃষক
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা থেকে:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চলতি মৌসুমে রোপা আমন ক্ষেতে ব্যাপকভাবে মিলিবাগ পোকার আক্রমণ দেখা দিয়েছে। ধানক্ষেতে কীটনাশক দিয়েও পোকা দমন না হওয়ায় উপজেলার কৃষকেরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের একটি সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার ৮৪ হাজার ৪৭১ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৯ হাজার ৬৩৪ হেক্টর বেশি জমিতে আমন চাষ করেন। এ নিয়ে এবার মোট ১ লাখ ২৪ হাজার ১০৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়।
পলাশবাড়ী উপজেলার চকবালা গ্রামের কৃষক আকবর আলী ও আনছার আলী জানান, কয়েক দফা বন্যায় তার আমন ধানের বীজতলায় চারা নষ্ট হয়ে যায়। তিনি বন্যা পরবর্তী বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে ৫ বিঘা জমিতে আমন চাষ করেন। কিন্তু ধানের চারা জমিতে লাগিয়ে উঠতে না উঠতেই খরার কবলে পড়ে ফেটে চৌচির হয় ধান ক্ষেত।
একই উপজেলার মহদীপুর গ্রামের কৃষক হায়দার আলী জানান, তিনি বন্যার কারণে কলার গাছের ভেলায় বীজতলা করেন। পানি কমে গেলে সেখান থেকে চারা তুলে জমিতে রোপন করেন। কিন্তু আমন চাষের শুরুতেই দেখা দেয় পানির সঙ্কট। তবে এ সঙ্কট কেটে গেলেও এখন ধানক্ষেতে ব্যাপকহারে দেখা দিয়েছে মিলিবাগ পোকার আক্রমণ।
উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের কৃষক হেলাল উদ্দিন জানান, তার দেড় বিঘা জমিতে মিলিবাগ পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পোকা ধান গাছের পাতার রস চুষে হলুদ করে। এতে করে ধান গাছ খাটো হয়ে যাচ্ছে। নানা ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করেও এ পোকার হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।
তিনি অভিযোগ করে বলেন, পোকার আক্রমণ ঠেকাতে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দেখা মিলছে না।
তবে পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি জানান, প্রতি বছরের জুন থেকে অক্টোবর মাসে আমন ক্ষেতে মিলিবাগ বা ছাতরা পোকার প্রাদুর্ভাব দেখা দেয়।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রুহুল আমিন আমন ক্ষেতে মিলিবাগ পোকার আক্রমণের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, আক্রান্ত ক্ষেতে সেচ দিলে এবং পাখির খাওয়ার সুবিধার জন্য ক্ষেতের বিভিন্ন স্থানে পার্চিং দিয়ে এ পোকার সংখ্যা কমানো যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন