গাইবান্ধায় এনজিও’র নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে মতিন বাজারে শ্যামল ছায়া নামের সাইন বোর্ড লাগিয়ে এনজিও অফিস খুলে এনজিও’র নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ শাহাবাজ গ্রামের আব্দুল ছাত্তার মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম ২০০৪ সালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে মতিন বাজারে শ্যামল ছায়া নামের সাইন বোর্ড লাগিয়ে এনজিও অফিস খুলে বসেন (যার রেজিঃ নং- গাই/সুন্দর/১০৪৭/০৭)। এনজিওটি চটকদার অফার দিয়ে এলাকার সহজ-সরল মানুষের নিকট থেকে ৩ ও ৫ বছর মেয়াদী ২০ থেকে ৫০ টাকা হারে সঞ্চয় আদায় করে তা দ্বিগুণ করে দেওয়ার প্রতুশ্র“তি দেয়।
এ অবস্থা চলতে থাকায় এলাকার শত শত মানুষ শ্যামল ছায়া এনজিওটির সদস্য হয়ে সঞ্চয় জমা করতে থাকেন। ইতিমধ্যেই ওই সকল গ্রাহকদের অনেকেরই সঞ্চিত অর্থ দ্বিগুন পাওয়ার সময় হলে এনজিওর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম কোন প্রকার টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন। এনিয়ে এলাকাবাসি অভিযোগ তুললে কর্তৃপক্ষ রাতারাতি শ্যামল ছায়া এনজিও’র সাইনবোর্ডের নাম পরিবর্তন করে শ্যামল ছায়া শিশু নিকেতন এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এদিকে এলাকার শত শত সদস্য-সদস্যা তাদের গচ্ছিত সঞ্চয় ফিরে পাওয়ার আশায় এলাকার সুধী মহলের নিকট অভিযোগ করেছেন।
এ ব্যাপারে শ্যামল ছায়া এনজিওর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মাঠ পর্যায়ের কর্মী প্রতিমা রাণী ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাঁয় হয়েছেন। উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজমের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
এই সংক্রান্ত আরো সংবাদ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন

গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন