গাইবান্ধায় গৃহবধূ ধর্ষণ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৯ বছর আগে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় মো. দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য মঙ্গলবার বিকেলে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেনের বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে। তিনি ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবু আহম্মেদ আবদুল্লাহ কনক এ তথ্য নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের এক গৃহবধূকে ১৯৯৭ সালের অক্টোবর মাসে প্রতিবেশি যুবক দেলোয়ার হোসেন জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার সাতদিন পর গৃহবধূ বাদী হয়ে দোলোয়ার হোসেনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর মামলার অধিকতর তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন।
তিনি আরও জানান, মামলায় সকল সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবার বিচারক দোলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে দেলোয়ার হোসেন পলাতক থাকায় গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন