গাইবান্ধায় দূর্গা প্রতিমার হাত ভাঙচুর, হুমকি সম্বলিত চিঠি
গাইবান্ধা প্রতিনিধি.
গাইবান্ধার সাদুল্লা উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরের একটি দূর্গার প্রতিমার ডান হাত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের কোন এক সময়ে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। পরে মন্দিরে দূর্বৃত্তদের রেখে যাওয়া হুমকি সম্বলিত হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়।
মন্দিরের সভাপতি ত্রিপদ চক্রবর্তী জানান, রাত দেড়টার পরে মোটরসাইকেলে করে কয়েকজন দূর্বৃত্ত মন্দিরে আসে। এসময় তারা মন্দিরের গেট ভাঙ্গার চেষ্টা করে। শব্দ পেয়ে আশপাশের লোকজন টের পেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গিয়ে দেখা যায় আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে মন্দিরে নির্মাণাধীন দূর্গা প্রতিমার ডান হাত ভাঙ্গা এবং হাতে লেখা একটি চিঠি মেঝেতে পরে আছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী জানান, ফেলে রাখা চিঠিতে প্রথমে আরবি হরফে লেখা। তারপর বাংলায় লেখা তোমরা মূর্তি পূজা অর্চনা করনা, মূর্তি পূজা অর্চনা করা শেরেক, মূর্তি পূজা করলে তোমাদের কেউ রক্ষা করতে পারবেনা, আমাদের নির্দেশ মোতাবেক তোমাদের চলতে হবে। চিঠির শেখ অংশ ইংরেজিতে নিউ জেএমবি লেখা।
তিনি আরো জানান, হিন্দু সম্প্রদায়ের আসন্ন বড় উৎসব শারদীয় দূর্গা পূজার আগে এমন ঘটনা পুরো সম্প্রদায়েরর মধ্যে আতষ্ক বিরাজ করছে। সুষ্ঠ ও নিবিঘেœ পূর্জা অনুষ্ঠানের জন্য তিনি প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবী জানান।
সাদুল্লা থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হরেয়ছে। এছাড়া দূর্বৃত্তদের রেখে যাওয়া চিঠি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত ও দূর্বৃত্তদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন